loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

পিএসজি’র বড় জয়ে নেইমারের দুই গোল


পিএসজি’র বড় জয়ে নেইমারের দুই গোল

নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামা কিলিয়ান এমবাপের স্পটকিক মিসের পরে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। আক্ষেপ ভুলে তিনি পরবর্তীতে লক্ষ্যভেদ করার আগে দুই গোল করলেন আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া নেইমার। শেষদিকে জাল স্পর্শ করলেন চলমান গ্রীষ্মকালীন দলবদলে নাম লেখানো রেনাতো সানচেস। ফলে, মনপেলিয়ের বিপক্ষে বড় জয় পেয়েছেন ক্রিস্টফ গাল্টিয়ের শিষ্যরা।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে শনিবার (১৩ অগাস্ট) রাতে ৫-২ গোলে জিতেছে ফরাসি লিগ ওয়ান-এর শিরোপাধারী ক্লাবটি। আসরের প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে পাঁচবার করে বল পাঠানোর কৃতিত্ব দেখালো ক্লাবটি। আগের ম্যাচে ক্লেমোঁর মাঠে দলটি জিতেছিল ৫-০ গোলে।

এদিন ম্যাচের ৫৯ শতাংশ সময়ে বল পায়ে রাখা পিএসজি গোলমুখে ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছি দশটি। অন্যদিকে, সফরকারীদের সাতটি শটের চারটি ছিল লক্ষ্যে।

২৩তম মিনিটে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার এমবাপে। তাঁর শট রুখে দেন গোলরক্ষক ইয়োনাস ওমলিন। মঁপেলিয়ের ডি-বক্সে তাদের মিডফিল্ডার জর্দান ফেরির হাতে বল লাগায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি।

তিন মিনিট পরে রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা লিওনেল মেসির বাঁকানো ফ্রি-কিক রক্ষা করেন ওমলিন। কিন্তু ৩৯তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি তিনি। এমবাপের নিচু ক্রস আটকাতে গিয়ে দুর্ভাগ্যক্রমে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন ডিফেন্ডার ফালায়ে সাকো।

মনপেলিয়ে পিছিয়ে পড়ার ধাক্কা সামলানোর আগেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক ক্লাব। ডি-বক্সের মধ্যে সাকোর হাতে বল লাগলে ফের পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৪৩তম মিনিটে ওমলিনকে ভুল দিকে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

বিরতির পরে প্যারিসিয়ানদের আবার গোলের উল্লাস করতে সময় লেগেছে মাত্র ছয় মিনিট। আশরাফ হাকিমির ক্রস প্রতিপক্ষের একজনের শরীরে লাগার পর ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন নেইমার। লিগ ওয়ান-এর এবারের মৌসুমে এটি তাঁর তৃতীয় গোল। ক্লেমোঁর বিপক্ষে গত ম্যাচে তিনটি অ্যাসিস্টও করেছিলেন তিনি।

৫৮তম মিনিটে ব্যবধান কমায় মনপেলিয়ে। স্বাগতিক গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান ওয়াহাবি খাজরি। ৬৯তম মিনিটে গোলদাতাদের তালিকায় নাম ওঠান এমবাপে। সতীর্থের কর্নার প্রতিপক্ষের খেলোয়াড়রা ফেরাতে না পারলে ডি-বক্সের ভেতর থেকে গোল করেন তিনি।

আর্জেন্টাইন মহাতারকা মেসির ভলি নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়ে ৮৫তম মিনিটে হ্যাটট্রিকের উদযাপন শুরু করে দিয়েছিলেন নেইমার। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে রেফারি দেন অফসাইডের সিদ্ধান্ত। বদলি নামা পর্তুগিজ মিডফিল্ডার সানচেস দুই মিনিট পর নুনো মেন্দেসের ক্রসে স্কোরলাইন ৫-১ করেন।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল হজম করে পিএসজি। তাতে, অবশ্য ম্যাচের ফলে কোনো প্রভাব পড়েনি। কোণাকুণি শটে কাছের পোস্টে ইতালিয়ান তারকা ডোনারুমাকে পরাস্ত করেন এঞ্জো চাতো।

দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লিগ ওয়ান-এর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। সমান-সংখ্যক ম্যাচে চার পয়েন্ট করে পেয়ে গোল ব্যবধানে লিল দুইয়ে ও মোনাকো তিনে অবস্থান করছে। আটে থাকা মনপেলিয়ের অর্জন দুই ম্যাচে তিন পয়েন্ট।

Loading...