loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

নৌযানে যাত্রীভাড়া ৩০ ভাগ সমন্বয় করে পুনর্নির্ধারণ


নৌযানে যাত্রীভাড়া ৩০ ভাগ সমন্বয় করে পুনর্নির্ধারণ

দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রীভাড়া শতকরা ৩০ ভাগ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার (১৬ অগাস্ট) থেকে কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় মঙ্গলবারই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শতকরা ৩০ ভাগ ভাড়া বৃদ্ধির ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে হবে তিন টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া হবে ২.৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২.৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২ টাকা। সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা।

Loading...