loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডিজেল, কেরোসিন, অক্টেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা সমন্বয়


ডিজেল, কেরোসিন, অক্টেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা সমন্বয়

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, অক্টেন ও পেট্রোলের মূল্য প্রতি লিটারে পাঁচ টাকা সমন্বয় করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ অগাস্ট) জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড গত ২৮ অগাস্ট এক প্রজ্ঞাপনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত  ডিজেলের উপর আরোপণীয় সমুদয় আগাম কর হতে অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০% এর পরিবর্তে ৫% নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করা হলো।

সোমবার  রাত ১২ টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১০৯ টাকা/ লিটার, কেরোসিন ১০৯ টাকা/ লিটার, অক্টেন ১৩০ টাকা/ লিটার ও পেট্রোল ১২৫ টাকা/ লিটার হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বলেছেন, কর কিছুটা কমানোয় জ্বালানি তেলের মূল্যে সমন্বয় করা হলো। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে।

Loading...