loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

নারী এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা


নারী এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সদ্যই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনেই এশিয়া কাপ। আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সিলেটে চলবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। এ-উপলক্ষে সোমবার (২৬ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি-ই। বিশ্বকাপ বাছাইপর্বের নৈপুণ্য দিয়ে মূল দলে জায়গা করে নিয়েছেন সোহেলী আক্তার। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামী ১ অক্টোবর উদ্বোধনী দিনে মুখোমুখি হবে থাইল্যান্ডের। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ১ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে নারীদের এশিয়া কাপ। এবারের আসরটির আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই হবে সিলেটে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজন ক্রিকেটারকে।

এবারের আসরে খেলবে সাতটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ উদ্বোধনী দিনে সকাল নয়টায় মাঠে নামবে। প্রতিপক্ষ থাইল্যান্ড। মোট ২৪ ম্যাচের নয়টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে গিয়ে অনুশীলনে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন জাহানারা। তাঁর সঙ্গে দলে ফিরেছেন ফারজানা আক্তার পিংকি-ও। কোভিড-আক্রান্ত হওয়ায় তিনিও খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইপর্বে। তাঁদের ছাড়াই অবশ্য আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে টাইগ্রেসরা। বিশ্বকাপ বাছাইপর্বে এই দুই তারকার স্থলাভিষিক্ত হওয়া ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলী আক্তারও আছেন এশিয়া কাপ স্কোয়াডে।

বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। কোনও ম্যাচ না খেলেই বাদ পড়েছেন এই পেসার। বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা-ও। বাদ পড়লেও মারুফা ও সুপ্তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। তাঁদের সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন – নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান। 

টুর্নামেন্টে আরও অংশ নেবে – ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারাজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সাবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সান্জিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ডবাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

Loading...