loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার

  • ঈদ উপলক্ষ্যে বিআরটিসি'র ঈদ স্পেশাল সার্ভিস

  • কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের নির্দেশ

  • ভারত ও বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে: বাণিজ্য উপদেষ্টা

  • হাবিপ্রবি'র স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি ২১ ও ২২ মে

বরেণ্য অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ আর নেই


বরেণ্য অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ আর নেই

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ অক্টোবর) বিকেলে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাসুম আজিজের দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মাসুম আজিজ একাধারে অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে কাজের মাধ্যমে তাঁর অভিনয়ের শুরু। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।

তিনি হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন।

মাসুম আজিজ ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। 

মাসুম আজিজ ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন।

Loading...