loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্রথম রিয়েল-টাইম কালেকশন সল্যুশন নিয়ে এলো টিবিএল ও স্ট্যান্ডার্ড চার্টার্ড


প্রথম রিয়েল-টাইম কালেকশন সল্যুশন নিয়ে এলো টিবিএল ও স্ট্যান্ডার্ড চার্টার্ড

ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (টিবিএল) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ফার্স্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) সেক্টরে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ইন্টিগ্রেশনের মাধ্যমে রিয়েল-টাইম রিকন্সিলিয়েশনসহ সর্বপ্রথম ডিজিটাল কালেকশন সল্যুশন শুরু করেছে। এই নতুন বাস্তবায়িত ডিজিটাল প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রস্তুতকারকরা সহজেই ডিস্ট্রিবিউটরদের থেকে তহবিল সংগ্রহ ও সমন্বয় করতে পারবেন। একইসাথে, ডিস্ট্রিবিউটররা স্বল্প সময়ে টার্ন-অ্যারাউন্ড টাইম লাভ করবে।

কালেকশন সল্যুশনের জন্য এপিআই সংযোগের সাথে ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ব্যবহার করে টিবিএল তাঁদের ডিস্ট্রিবিউটর থেকে পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। পাশাপাশি এই ডেটা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে রিকন্সিলিয়েশন প্রক্রিয়াও সম্পন্ন হবে। এই রিয়েল-টাইম সল্যুশনটির মাধ্যমে ডেটা এন্ট্রিতে দেরি অথবা কোনো ত্রুটি হলে তা ম্যানুয়ালি দূর করা যাবে। নতুন বাস্তবায়িত সল্যুশনটি ব্যবহারে বাড়তি ডেটা নিরাপত্তা, উন্নত অপারেশনাল ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকারিতা বৃদ্ধির মতো সুবিধা লাভ করবে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড।

সম্প্রতি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর পক্ষ থেকে হেড অফ ট্রান্সাকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান; এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেড-এর পক্ষ থেকে সিএফও মোহাম্মদ ইসমাইল চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ ক্লায়েন্ট কভারেজ, কর্পোরেট, কমার্শিয়াল ও ইন্সটিটিউশনাল ব্যাংকিং এনামুল হক বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্তরায় ডিজিটাল সল্যুশন, সহজ প্রক্রিয়া, দক্ষতা পরিচালনা ইত্যাদি ভূমিকা রাখছে। এপিআই সংযোগসহ কালেকশন সল্যুশনের জন্য এই ভার্চুয়াল অ্যাকাউন্ট বিভিন্ন শিল্পজুড়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে এবং এফএমসিজি শিল্পেও এটি আনতে আমরা পেরে আনন্দিত। ট্রান্সকম বেভারেজেস লিমিটেড সর্বদাই উদ্ভাবনী সল্যুশন ব্যবহারে আগ্রহী এবং স্বয়ংক্রিয়তা ও দক্ষতা পরিচালনার মাধ্যমে আমাদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রতিষ্ঠানটির সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা গর্বিত।”

ট্রান্সকম গ্রুপ-এর গ্রুপ সিএফও কামরুল হাসান বলেন, “আজকের যুগে এমন একটি প্রযুক্তি সত্যিই ভীষণ প্রয়োজনীয়। এই সল্যুশনটি আমাদের কাজ আরও সহজ করেছে, গ্রাহকদের জন্য ত্রুটিমুক্ত ও রিয়েল-টাইম রিফ্লেকশন নিশ্চিত করেছে, দ্রুত গ্রাহক পরিষেবা প্রদান আমাদের সাহায্য করেছে এবং সার্বিক কাজ কমিয়ে এনেছে। এই ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা তুলনামূলক ৪-৫ ঘণ্টা আগেই গ্রাহকসেবা নিশ্চিত করতে পারছি।”

কালেকশন সল্যুশনের জন্য নতুন এই ভার্চুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে টিবিএল-এর ডিস্ট্রিবিউটররা এসিএইচ/বিইএফটিএন/আরটিজিএস/আইবিএফটি ইত্যাদি ডিজিটাল চ্যানেল ব্যবহার করে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঝামেলা ছাড়াই পেমেন্ট করতে পারবেন, যা জন্য টিবিএল-এর ম্যানুয়ালি কিছু করতে হবে না। প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইপিআর) সিস্টেমে সকল ব্যাংকিং তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেওয়া থাকবে। এই রিয়েল-টাইম ফান্ড ডিপোজিট সল্যুশনের মাধ্যমে টিবিএল-কে অটোমেশন, ডিজিটালাইজেশন ও দক্ষতা পরিচালনায় স্ট্যান্ডার্ড চার্টার্ড সাহায্য করবে।

সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর, সকল প্রকার আমদানি-রপ্তানি অর্থায়নের এবং বিদেশি ব্যাংক দ্বারা বিদ্যুৎ উৎপাদনের অর্থায়ন ও এসএমই ঋণ নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশেষ ভূমিকা রেখেছে। একইসাথে, রিটেইল ফাইন্যান্সিংয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ব্যাংকটি। স্ট্যান্ডার্ড চার্টার্ড মহামারি চলাকালেও দেশের সমৃদ্ধির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ২০২১ সালে ৩০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (টিবিএল) দেশের বেভারেজ শিল্পে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। টিবিএল ঢাকা ও চট্টগ্রাম জেলায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে এবং দেশের সর্বত্রই তাঁদের পণ্যগুলো বিক্রি হয়। ট্রান্সকম বেভারেজেস লিমিটেড বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...