loader image for Bangladeshinfo

শিরোনাম

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

  • পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম সিরি আ শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

২৪ নভেম্বর থেকে অভ্যন্তরীণ রুটে উড়বে ‘এয়ার অ্যাস্ট্রা’


২৪ নভেম্বর থেকে অভ্যন্তরীণ রুটে উড়বে ‘এয়ার অ্যাস্ট্রা’

‘এয়ার অ্যাস্ট্রা’ প্রাথমিকভাবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুইটি ফ্লাইট পরিচালনা করবে। পর্যায়ক্রমে, দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট সম্প্রসারণ করবে।

বাংলাদেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’ আগামী ২৪ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে মঙ্গলবার (১৫ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে ‘এয়ার অ্যাস্ট্রা’র উদ্বোধনের তারিখ, ফ্লাইট সূচি ও টিকিট বিক্রির কার্যক্রম (অফিসিয়াল ওয়েবসাইট) উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ-সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, ২৪ নভেম্বর সকালে ঢাকা-কক্সবাজার রুটের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রা শুরু করবে ‘এয়ার অ্যাস্ট্রা’। শুরুতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুইটি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। ‘এয়ার অ্যাস্ট্রা’ পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

বর্তমানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।

Loading...