loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বৃহস্পতিবার থেকে তিন দিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার নির্দেশ


বৃহস্পতিবার থেকে তিন দিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার নির্দেশ

ঢাকা-ময়মনসিংহ রোডের বিমানবন্দর সড়কটি বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে তিন দিন এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দর স্টেশন এলাকায় বিআরটি (বাস র্রাপিড ট্রানজিট) প্রকল্পের উন্নয়ন কাজ চলবে, বিধায় ২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ২৭ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার নির্দেশনা এসেছে। কাজ চলার সময় বাড়তি যানজটের আশঙ্কায় জনসাধারণের জন্য বিশেষ এই ট্রাফিক নির্দেশনা দিয়েছে বিআরটি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিআরটি’র এক বিজ্ঞপ্তিতে ওই সময়ে জনসাধারণ ও পরিবহণকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ-বিষয়ে সহযোগিতাও কামনা করা হয়েছে।

এই সড়কে জনদুর্ভোগের শেষ নেই। দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় সড়কে বেহাল দশা। ফলে, উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত এলাকার মানুষকে অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কে যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে তিন দিন টানা কাজ চলবে।

Loading...