loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

কোস্টা রিকার জালে স্পেনের সাত গোল


কোস্টা রিকার জালে স্পেনের সাত গোল

স্পেন তাঁদের বিশ্বকাপ অভিযান শুরু করলো দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার (২৩ নভেম্বর) ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলের হারিয়ে। বিশ্বকাপে এটি স্পেনের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে, ১৯৯৮ সালে বলগেরিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল স্পেন। সেই রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপে সাতবার জাল স্পর্শ করলো ২০১০ সালের শিরোপাজয়ী দেশটি।

এদিন দুই গোল করেছেন ফেরান টোরেস। একবার বল জালে পাঠিয়েছেন – দানি ওলমো, মার্কো আসেন্সিও, গাভি, কার্লোস সলের ও আলভারো মোরাতা।

এদিন সুন্দর ফুটবলের পসরা সাজিয়েছিল লুইস এনরিকের স্পেন। মাঠে কিভাবে জায়গা বের করে নেওয়া যায় – তারই উদাহরণ ছিল পেদ্রি, গাভি, ওল্মোদের একেকটি মুভ। তাঁদের আক্রমণ সামলে গোলের জন্য একটি শটও নিতে পারেনি কোস্টা রিকা।

২০১০ আসরে বিশ্বকাপ জয়ের পথে মাত্র আট গোল করেছিল স্পেন। আর এবার তাঁরা শুরুই করলো প্রতিপক্ষকে সাত গোলে ভাসিয়ে।

এই জয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে স্পেন। দিনের আরেক ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারানো জাপান রয়েছে দুই নম্বরে।

আগামী ২৭ নভেম্বর আল খোরের আল-বায়াত স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে স্পেন। একই দিনে আল-রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে কোস্টা রিকা।

Loading...