loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

কোস্টা রিকার জালে স্পেনের সাত গোল


কোস্টা রিকার জালে স্পেনের সাত গোল

স্পেন তাঁদের বিশ্বকাপ অভিযান শুরু করলো দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার (২৩ নভেম্বর) ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলের হারিয়ে। বিশ্বকাপে এটি স্পেনের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে, ১৯৯৮ সালে বলগেরিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল স্পেন। সেই রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপে সাতবার জাল স্পর্শ করলো ২০১০ সালের শিরোপাজয়ী দেশটি।

এদিন দুই গোল করেছেন ফেরান টোরেস। একবার বল জালে পাঠিয়েছেন – দানি ওলমো, মার্কো আসেন্সিও, গাভি, কার্লোস সলের ও আলভারো মোরাতা।

এদিন সুন্দর ফুটবলের পসরা সাজিয়েছিল লুইস এনরিকের স্পেন। মাঠে কিভাবে জায়গা বের করে নেওয়া যায় – তারই উদাহরণ ছিল পেদ্রি, গাভি, ওল্মোদের একেকটি মুভ। তাঁদের আক্রমণ সামলে গোলের জন্য একটি শটও নিতে পারেনি কোস্টা রিকা।

২০১০ আসরে বিশ্বকাপ জয়ের পথে মাত্র আট গোল করেছিল স্পেন। আর এবার তাঁরা শুরুই করলো প্রতিপক্ষকে সাত গোলে ভাসিয়ে।

এই জয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে স্পেন। দিনের আরেক ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারানো জাপান রয়েছে দুই নম্বরে।

আগামী ২৭ নভেম্বর আল খোরের আল-বায়াত স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে স্পেন। একই দিনে আল-রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে কোস্টা রিকা।

Loading...