loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

ফিলিস্তিনের কাছে বাংলাদেশের পাঁচ গোলে পরাজয়


ফিলিস্তিনের কাছে বাংলাদেশের পাঁচ গোলে পরাজয়

বাংলাদেশ ফুটবল দল শুক্রবার (২২ মার্চ) ম্যাচটা খেলেছে বিদেশের মাটিতে – গ্যালারির দিকে তাকিয়ে সেটি তেমন একটা মনে হয়নি। কুয়েত সিটির জাবের আল আহমাদ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল বাংলাদেশের কোনো ভেনু! প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন দলে-দলে। তবে বিশ্বকাপ বাছাইয়ে যাঁদের হোম এই স্টেডিয়াম – সেই ফিলিস্তিনের সমর্থকও ছিল চোখে পড়ার মতো। হতাশ হতে হয়নি তাঁদেরকে বাংলাদেশের বিপক্ষে ফিলিস্তিন পেয়েছে ৫-০ গোলের বড় জয়।

ফিলিস্তিন এর আগে বাংলাদেশের বিপক্ষে এত বড় ব্যবধানে কখনো জেতেনি। আগের ছয় লড়াইয়ে প্রথমটি ড্র হয়েছিল, পরের সব ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়েছে। অবশ্য ফিলিস্তিন বাংলাদেশের বিপক্ষে আগে কখনো এক ম্যাচে দুই গোলের বেশি করতে পারেনি।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় পরাজয়। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারের পরে লেবাননের সঙ্গে ১-১ ড্র। ফিলিস্তিন দল লেবাননের সঙ্গে ড্র এবং অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে পরাজয়ে পরে বাংলাদেশকে হারিয়ে পেলো পূর্ণ তিন পয়েন্ট।

দুই দলের ফিরতি ম্যাচটি আগামী ২৬ মার্চ ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, ঈসা ফয়সাল, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মজিবর রহমান, ফয়সাল আহমেদ ও রাকিব হোসেন।
বদলি নেমেছেন: সুমন রেজা, রবিউল হাসান, চন্দন রায়, শাকিল হোসেন ও জায়েদ আহমেদ।

Loading...