loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টানা চতুর্থ জয়

  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ রোববার

  • ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮

  • নাটোরে দেশের প্রথম জিআই পণ্য মেলা

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল

এসএসসি’র ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে


এসএসসি’র ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৯ থেকে ১১ মে এর মধ্যে প্রকাশ করা হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ-তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই অনুযায়ী, ১১ মে’র মধ্যে এসএসসি’র ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আগামী ৯, ১০ ও ১১ মে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুমতি পেলে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ।

Loading...