loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

  • ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইউভেন্টাস

  • ইউরোপের খেলার আশা টিকিয়ে রাখলো ম্যানইউ

  • মেসিবিহীন ইন্টার মায়ামির গোলশূন্য ড্র

  • অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ

প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফিল ফোডেন


প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফিল ফোডেন

ম্যানচেস্টার সিটি’র ফিল ফোডেন ইংলিশ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)’র ভোটে এবারের প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। একই ক্লাবের খাদিজা শ’ নারী বিভাগে বর্ষসেরা নির্বাচিত হন। ২৩ বছর বয়সী ফোডেন ৪২ শতাংশ ভোট পেয়ে আর্সেনালের ডিক্লান রাইস ও ম্যানসিটি সতীর্থ রড্রিকে পেছনে ফেলেছেন।

ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার ফোডেন গত চার বছরের মধ্যে ম্যানসিটি’র তৃতীয় খেলোয়াড় হিসেবে ফুটবলের সবচেয়ে পুরনো এই ব্যক্তিগত পুরস্কার অর্জন করলেন। এর আগে ২০২১ সালে সিটি’র রুবেন ডায়াস ও গত বছর আর্লিং হালান এই পুরস্কার জিতেছিলেন।

ফোডেন চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২৪ গোল করেছেন। পেপ গার্ডিওলার দল প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা দৌড়ে টিকে রয়েছে।

ফোডেন বলেছেন, ‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া সত্যিই অনেক বড় সম্মানের। এই পুরস্কার পেয়ে আমি দারুণ খুশি। সতীর্থদের সহযোগিতা ছাড়া আমি এই পুরস্কার জয় করতে পারতাম না।’

গার্ডিওলা তাঁর শিষ্যর প্রসংশা করে বলেছেন, ভবিষ্যতে তাঁর আরও ভালো খেলার সম্ভাবনা রয়েছে, ‘প্রতি বছর সে যে-পরিমাণ ম্যাচ খেলে, তাতে নিজেকে আরও পরিণত করার সুযোগ পাচ্ছে। সে ম্যাচের আবহ আরও ভালভাবে বুঝতে পারছে। এখনো তাঁর বয়স কম, সবকিছুই এখন তাঁর উপর নির্ভর করছে। আমি নিশ্চিত – মানসিকভাবে শক্ত থাকতে পারলে সে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে।’

অন্যদিকে, খাদিজা শ’ নারী সুপার লিগে ২১ গোল করেছেন। তিনি ৮০ শতাংশ ভোট পেয়েছেন।

Loading...