loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো, খুলবে ২৬ জুন


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো, খুলবে ২৬ জুন

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৬ জুন (বুধবার) শ্রেণী কার্যক্রম চালু হবে। এছাড়া, আগের মতো শুক্রবারের পাশাপাশি শনিবারও থাকবে সাপ্তাহিক ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২০ জুন) এ-তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, চলতি বছরের শিক্ষাপঞ্জি হিসেবে পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে গত ১৩ জুন। এই ছুটি  চলমান থাকার কথা ছিল আগামী ২ জুলাই পর্যন্ত। তবে  শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে সেটা এক সপ্তাহ কমানো হয়েছে।

Loading...