loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ভারতের রাষ্ট্রপতি


বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ভারতের রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে। তিনি শনিবার (২২ জুন) বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে।’ ভারতের রাষ্ট্রপতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেছেন যে, ভারত ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দ্রুত অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন খাতে প্রবেশ করছে। ভারতের রাষ্ট্রপতি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে – এটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মাত্র কয়েকদিন পরে তাঁর সাথে আবার দেখা হওয়াতে তিনি আনন্দিত।

ভারতের রাষ্ট্রপতি বলেন, এই নিয়মিত যোগাযোগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের শুরু হওয়া বন্ধুত্ব ও সহযোগিতার স্থায়ী চেতনার প্রতিফলন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথনে দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং সংযোগসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধিতে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন।

Loading...