loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

সুপার এইট-এ টাইগারদের টানা দ্বিতীয় পরাজয়


সুপার এইট-এ টাইগারদের টানা দ্বিতীয় পরাজয়

বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালের আগেই বিদায়ের শংকায় রয়েছে। টাইগাররা সুপার এইটে তিন ম্যাচের মধ্যে টানা দুই ম্যাচে সাবেক দুই চ্যাম্পিয়ন – অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে শনিবার (২২ জুন) ভারত আগে ব্যাট করে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, রিশভ পান্থ, শিবম দুবে ও রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটে ১৯৬ রান করে।

টাইগাররা লক্ষ্য তাড়া করতে নেমে কুলদীপ যাদব, জস্প্রিত বুম্রাহ ও আর্শদিপ সিংদের বোলিং তোপের মুখে পড়ে ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি। 

ভারত ৫০ রানের এই জয়ে ভারত সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো।

সোমবার আফগানিস্তান যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে টিকে থাকবে। অবশ্য তখন টাইগাররা শেষ ম্যাচে অনেক সমীকরণের সামনে পড়বে।

Loading...