loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড


যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র: ১১৫-১০, ১৮.৫ ওভার (নীতিশ ৩০, এন্ডারসন ২৯; জর্ডান ৪-১০)
ইংল্যান্ড: ১১৭-০, ৯.৪ ওভার (বাটলার ৮৩*, সল্ট ২৫*)
ফলাফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৬২ বল হাতে রেখে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। দলটি এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে রান রেটের দিক দিয়ে গ্রুপের অন্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকায় সেমির টিকিট পেলো। ফলে সুপার এইটে গ্রুপ-২ এ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি অলিখিত এক কোয়ার্টার-ফাইনালে রূপ নেয়।

শিরোপাধারীরা রোববার (২৩ জুন) নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করেছে। যুক্তরাষ্ট্রের ব্যাটাররা ইংল্যান্ডের বোলারদের সামনে নিজেদের সেরাটা দেখাতে পারেননি। দলটি দুই পেসার ক্রিস জর্ডান-স্যাম কারান ও স্পিনার আদিল রশিদের বোলিং তোপে ১৮.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়।

জর্ডানের হ্যাটট্রিকের আগে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ছিল ১৮.৫ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান। জর্ডান যুক্তরাষ্ট্রের ইনিংসে ঊনবিংশ ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট শিকার করেন। ফলে, যুক্তরাষ্ট্র শূনরানে পাঁচ উইকেট হারায়। 

জর্ডান ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখালেন। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার এর আগে প্রথম বোলার হিসেবে ২০২১ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে চার উইকেট পেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নীতিশ কুমার ৩০, কোরি এন্ডারসন ২৯ ও হারমিত সিং ২১ রান করেন।

ইংল্যান্ড জয়ের জন্য ১১৬ রানের লক্ষ্য পেলেও সেমিফাইনাল নিশ্চিত করতে সেটি ১৮.৪ ওভারেই স্পর্শ করতে হবে – এমন সমীকরণে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক জশ বাটলার। তিনি ছয়টি চার ও সাতটি ছক্কায় ৩৮ বলে ২১৮ স্ট্রাইক রেটে অপরাজিত ৮৩ রান করেছেন। এরফলে ৯.৪ ওভারে বিনা উইকেটে টার্গেট স্পর্শই করে সেমিতে উঠে যায় ইংল্যান্ড। 

বাটলারের সাথে ইনিংস শুরু করা ফিল সল্ট ২১ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন।

Loading...