loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

জাবি’র ২৪ জুনের স্থগিত অনার্স পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত


জাবি’র ২৪ জুনের স্থগিত অনার্স পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের ২৪ জুনের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি প্রকাশিত হয়েছে; এই পরীক্ষা আগামী ১ জুলাই নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৫ জুন) এ-তথ্য জানানো হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা-পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৪ জুনের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ২৫ জুন (মঙ্গলবার)-এর পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত এই পরীক্ষার সংশোধিত তারিখ পরে ঘোষণা করা হবে।

এছাড়া সব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত, অথবা যেকোনো তথ্যর জন্য ওয়েবসাইটে (https://www.nu.ac.bd/recent-news-notice.php) প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না-করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Loading...