loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

ব্রাজিল ব্যর্থ, কোপার সেমিফাইনালে উরুগুয়ে


ব্রাজিল ব্যর্থ, কোপার সেমিফাইনালে উরুগুয়ে

ব্রাজিল দল কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে লাস ভেগাসে শনিবার (৬ জুলাই) নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি। গোলশূন্য সমতায় খেলা শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। মার্সেলো বিয়েল্সার দল টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমিফাইনালে উঠলো।

এদিন কোনো দলই উপভোগ্য ফুটবল উপহার দিতে পারেনি। ব্রাজিল প্রথমার্ধে সেভাবে আক্রমণেও যেতে পারেনি। অন্যদিকে, উরুগুয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে বেশ চাপে রেখেছিল। ঊনবিংশ মিনিটে ডারইউন নুনেজের দুর্দান্ত এক হেড রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা। এক মিনিট পরে কর্নার থেকে আসা বল মাথিয়াস ওলিভেরা মাথায় লেগে গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৩৬তম নুনেজের হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে গেলে উরুগুয়ে আবারো গোলবঞ্চিত হয়। কাউন্টার অ্যাটাকে যায় ব্রাজিল। তবে গোলকিপারকে পরাস্ত করতে ব্যর্থ হয় রাফিনিয়া।

ইনজুরি টাইমেও সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া, কিন্তু আবারো বাধা হয়ে দাঁড়ায় উরুগুয়ের গোলরক্ষক।

বিরতির পরে শুরু হয় একের পর এক ফাউল। ৭৪ মিনিটে নান্দেজ লালকার্ড পেলে উরুগুয়ে ১০ জনের দলে পরিণত হয়। রদ্রিগোকে পেছন থেকে এসে বিপজ্জনক ট্যাকল করেন নান্দেজ। রেফারি শুরুতে হলুদকার্ড দিলেও ভিএআর দেখার পর আসে লালকার্ড। তবুও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। গোলশূন্য শেষ হয়ে খেলাটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ব্রাজিলের মিলিতাও আর ডগলাস লুইস শট মিস করলে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় দলটিকে।

Loading...