loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

কলম্বিয়াকে হারিয়ে ষোড়শ কোপা শিরোপা জিতলো আর্জেন্টিনা


কলম্বিয়াকে হারিয়ে ষোড়শ কোপা শিরোপা জিতলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা কোপা আমেরিকা ফুুটবল প্রতিযোগিতার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ষোড়শ শিরোপা ঘরে তুলেছে। ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের গোলে শিরোপা নির্ধারিত হয়েছে।

আলবিসেলেস্তে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার (১৪ জুলাই) ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো। মন্টিয়েলের ক্রস ঠিকঠাক পা লাগাতে পারেনি আলভারেজ। কলম্বিয়াও ষষ্ঠ-সপ্তম মিনিটে দু’টি দারুণ সুযোগ পেয়েছিল। সপ্তম মিনিটে সান্তিয়াগো আরিয়াসের হেড থেকে উড়ে আসা বল বক্স থেকে শট নেন জন কর্ডোবা। তবে তাঁর শট পোস্টে লেগে বাইরে চলে যায়।

লিওনেল মেসি ২০ মিনিটে গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলেন। আনহেল ডি মারিয়ার পাস থেকে নেওয়া মেসির শট কলম্বিয়ার রক্ষণভাগে লেগে দুর্বল হয় এবং গোলরক্ষক ভার্গাস ধরে ফেলেন। ৩৩তম মিনিটে জেফারসন লেরমার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক; বঞ্চিত হয় কলম্বিয়া।

মেসিকে ৬৪ মিনিটে উঠিয়ে বদলি হিসেবে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামানো হয়। ৭৫তম মিনিটে আর্জেন্টিনার একটি গোল অফসাইডে বাতিল হয়েছে। শেষদিকে আর্জেন্টিনা বেশ কিছু আক্রমণ করলেও কাজের কাজ হয়নি। ফলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে গন্জালেসের শট ঠেকান কলম্বিয়া গোলরক্ষক। অবশেষে ১১২তম মিনিটে আসে গোল। লো সেল্সোর এসিস্ট থেকে লাউতারো মার্টিনেজ দারুণ নৈপুণ্যে জাল স্পর্শ করে শিরোপা-ভাগ্য গড়ে দেন।

দর্শকদের বিশৃঙ্খলায় বিলম্ব

কোপা আমেরিকায়ে ফাইনাল দেখতে সমর্থকরা টিকিট ছাড়াই হার্ড রক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছে। এতে নিরাপত্তারক্ষীদের সাথে সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় স্টেডিয়ামের আশেপাশে। ম্যাচের আধাঘণ্টা পিছিয়ে দেওয়া হলেও আরও পরে শুরু হয়েছে খেলাটি।

Loading...