loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

ইউরো ২০২৪’র সেরা খেলোয়াড় রড্রিগো


ইউরো ২০২৪’র সেরা খেলোয়াড় রড্রিগো

স্পেনের মিডফিল্ডার রড্রিগো ইউরো ২০২৪-এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। স্পেন দল বার্লিনে রোববারের (১৪ জুলাই) ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা ঘরে তুলেছে। রড্রি হাঁটুর ইনজুরিতে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে বদলি বেঞ্চে চলে যান; কিন্তু নির্বাচকরা দুর্দান্ত পারফর্ম করা রড্রিকেই সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন।

স্বাগতিক জার্মানি ও ফ্রান্সকে বিদায় করে ফাইনালে খেলা স্পেন দলে রড্রির ভূমিকা ছিল অনবদ্য। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার প্রতিযোগিতার একমাত্র গোলটি করেছেন জর্জিয়ার বিপক্ষে শেষ ষোলোয় ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে।

স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তেও রড্রির প্রশংসা করে বলেছেন, দুর্দান্ত পাস ও ম্যাচের আবহ বুঝে পুরো দলকে পরিচালনার ক্ষেত্রে তাঁর ধারেকাছেও কেউ নেই। পুরো আসরে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেই স্পেনকে ফাইনাল পর্যন্ত যেতে হয়েছে। রড্রি তারুণ্যনির্ভর দলটিকে নেতৃত্ব দিয়েছেন।

রড্রি ক্লাব ও দেশের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় গত ৮০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজিত হয়েছেন। এর মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা তাঁর ক্যারিয়ারে অন্যতম সুখস্মৃতি হয়ে থাকবে – তা বলাই বাহুল্য।

২৮ বছর বয়সী রড্রি দু’টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি এফএ কাপ, ইউয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ শিরোপা জয় করেছেন। জিতেছেন ইউয়েফা নেশন্স লিগও।

Loading...