loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

তিনদিন সরকারি-বেসরকারি অফিস সময় ৯-৩টা


তিনদিন সরকারি-বেসরকারি অফিস সময় ৯-৩টা

সরকার রোববার (২৮ জুলাই) থেকে তিনদিনের জন্য সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ছয় ঘন্টা সরকারি ও বেসরকারি অফিস সময় ঘোষণা করেছে। রাজধানীতে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নয় ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি অফিস আগামী তিনদিন, অর্থাৎ – রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এই সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত কার্যক্রম চালাবে। এর আগে অফিস ও ব্যাংক সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

জরুরি পরিষেবা, যেমন – বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা নতুন সময়সূচির আওতার বাইরে থাকবেন বলে জানা গেছে।

এছাড়া হাসপাতাল এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামবহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতাভুক্ত নন।

Loading...