loader image for Bangladeshinfo

শিরোনাম

  • হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা শরিক

  • ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

  • বার্ড ফ্লু: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

  • ন্যাশনাল ব্যাংক ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেলো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টি-২০ সিরিজ জয়


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টি-২০ সিরিজ জয়

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১২৯-৭ (শামীম ৩৫*, মিরাজ ২৬; মোতি ২-২৫)
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৩ ওভারে ১০২-১০ (চেজ ৩২, আকিল ৩১; তাসকিন ৩-১৬)
ফলাফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী
ম্যাচ-সেরা: শামীম হোসেন (বাংলাদেশ)
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল বোলারদের দারুণ নৈপুণ্যে ছয় বছর পরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতলো। টাইগাররা সেইন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার (১৮ ডিসেম্বর) ১২৯ রানের পুঁজি নিয়েও ২৭ রানে ম্যাচ জিতেছে। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচটি সাত রানে জিতেছিল। ফলে, লিটন দাসের দল ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ বাকী থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো। এখন শুধু হোয়াইটওয়াশ-এর অপেক্ষা। এর আগে, ২০১৮ সালে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল।

বাংলাদেশ এই নিয়ে তৃতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয় করলো। টাইগাররা সর্বপ্রথম ২০১১ সালে ঘরের মাঠে একমাত্র ম্যাচের সিরিজ জিতেছিল। এছাড়া, বাংলাদেশ পুরুষ দল ২০২২ সালের পরে এই প্রথম দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেলো।

লিটনবাহিনী এদিন টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও, বড় সংগ্রহ পায়নি। টাইগাররা শেষ পর্যন্ত আট নম্বরে নামা শামীম হোসেনের ১৭ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায়। ২০ ওভারে সাত উইকেটে তাঁদের রান হয় ১২৯।

জবাবে, ১৩০ রানের লক্ষ্যে খেলতে ওয়েস্ট ইন্ডিজ নয় বল বাকী থাকতেই ১০২ রানে সবাই আউট হয়ে যায়। 

এদিন তাসকিন ১৬ রানে তিনটি, মেহেদি, তানজিম ও রিশাদ দুইটি করে উইকেট শিকার করেন। শামীম পাটোয়ারী ১৭ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংসের সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম ম্যাচ-সেরা হন। 

দুই দল আগামী ২০ ডিসেম্বর এই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে।

Loading...