loader image for Bangladeshinfo

শিরোনাম

  • হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা শরিক

  • ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

  • বার্ড ফ্লু: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

  • ন্যাশনাল ব্যাংক ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেলো

ইউয়েফা নেশন্স লিগের ফাইনাল ইতালি বা জার্মানিতে


ইউয়েফা নেশন্স লিগের ফাইনাল ইতালি বা জার্মানিতে

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ইউয়েফা) ঘোষণা দিয়েছে, ইতালি ও জার্মানির মধ্যকার কোয়ার্টার-ফাইনালের বিজয়ী দেশটিতে আগামী বছরের ৪-৮ জুন নেশন্স লিগের ‘ফাইনাল ফোর’-এর লড়াই হবে। ইতালি আগামী মার্চে অনুষ্ঠেয় দুই লেগের কোয়ার্টার-ফাইনালে জয়ী হলে ইউভেন্টাস ও তোরিনোর মাঠে, আর জার্মানি জিতলে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে মিউনিখ ও স্টুটগার্টে। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইউভেন্টাসের আলিয়াঁজ এরেনাতে দুই সেমিফাইনাল ও ফাইনাল এবং তোরিনো স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আয়োজন করা হবে।

ইতালি ও জার্মানি আগামী ২০ মার্চ নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মিলানে মুখোমুখি হবে। তিনদিন পরে ফিরতি লেগের লড়াই ডর্টমুন্ডে।

নেশন্স লিগের অপর তিন কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে – ফ্রান্স ও ক্রোয়েশিয়া, ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন ও নেদারল্যান্ডস এবং পর্তুগাল ও ডেনমার্ক। 

ইউয়েফা আরও জানিয়েছে আগামী বছরের ইউয়েফা সুপার কাপ হবে ১৩ অগাস্ট, ইতালির উদিনেস-এ।

Loading...