বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের উদ্দেশ্য হলো – ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় যে-বাধা রয়েছে – তা কমানো। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)-এর একটি প্রতিনিধিদল বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ-কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশ্যে বলেন, বিগত ১৬ বছরে দেশে কোনো নিয়ম-নীতি মানা হয়নি। ব্যাংকগুলোতে ঘাটতি এমনিতে হয়নি। আমরা আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।
সাক্ষাৎকালে ব্যবসা সহজীকরণ, ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট ও ক্যাসলেস ট্রানজেকশন বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ-তথ্য জানানো হয়।
অ্যামচ্যাম প্রতিনিধিবৃন্দ আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্ট-এর ক্ষেত্রে নগদ সহায়তা চালুর দাবি জানান। তাঁরা মনে করেন, এর ফলে ক্যাসলেস সোসাইটি গঠন দ্রুত হবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সহ-সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক, রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।