রিয়াল মাদ্রিদ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ পরাজয়ে ক্ষত মুছে লা লিগায় শনিবার (৫ অক্টোবর) ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির এক জয় পেয়েছে। ফলে, দলটি টেবিল টপার বার্সাকে ছুঁয়ে ফেলেছে। দু’দলেরই এখন পয়েন্ট সমান ২১। যদিও রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে এই পয়েন্ট বার্সার।
নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাবিউয়ে রিয়ালের জন্য ম্যাচটি ছিল নিজেদের ফিরে পাওয়ার। কেননা, কদিন আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পরে চ্যাম্পিয়ন্স লিগে লিঁল-এর বিপক্ষে হেরে গেছে তাঁরা। কার্লো আনচেলত্তির শিষ্যদের জন্য সেখান থেকে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জয়টা বড্ড বেশি জরুরি ছিল।
রিয়াল এদিন ম্যাচের চতুর্দশ মিনিটেই লিড নেয়। ফেডেরিকো ভালভার্দে দলকে এগিয়ে নেন লোকা মদ্রিচের অ্যাসিস্ট থেকে। প্রথমার্ধে আর গোল হয়নি।
ভিয়ারিয়াল দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে উঠে কঠিন পরীক্ষা নিলেও জাল স্পর্শ করতে পারেনি। বরং ভিনিসিয়ুস জুনিয়র ম্যাচের ৭৩ মিনিটে ভালভার্দের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। আর এই গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি ভিয়ারিয়াল। ২-০ গোলের জয়ে আপাতত বার্সাকে ছুঁয়ে ফেললো তারা।
ম্যাচের শেষ ভাগে অধিনায়ক ও ডিফেন্ডার ডানি কারভাহালের গুরুতর ইনজুরি মাদ্রিদের জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে। মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ধারণা করা হচ্ছে, ইনজুরির মাত্রা গুরুতর। তবে এ-বিষয়ে পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে।
কিলিয়ান এমবাপে উরুর ইনজুরি কাটিয়ে সদ্যই দলে ফিরেছেন। পিএসজির সাবেক এই ফরাসি স্ট্রাইকার মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে হতাশাজনক পরাজয়ে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। তাঁকে ফ্রান্সের আসন্ন নেশন্স লিগের ম্যাচের জন্য দলে রাখা হয়নি।
মাদ্রিদ এখনো জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের অনুপস্থিতি কাটিয়ে উঠতে পারেনি। ক্রুস শনিবারও গ্যালারিতে বসে দলের ম্যাচ উপভোগ করেছেন।
এর আগে দিনের শুরুতে নয় জনের সেল্টা ভিগো টেবিলের তলানিতে থাকা লাস পালমাসকে ১-০ গোলে পরাজিত করেছে। সেল্টার ইয়ায়িক্স মোরিবা ও ইয়াগো আসপাস লাল কার্ড দেখে মাঠত্যাগ করলেও লাস পালমাস মৌসুমের প্রথম জয় তুলে নিতে ব্যর্থ হয়।
এছাড়া, গেটাফের সাথে ১-১ গোলে ড্র করে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ওসাসুনা। এস্পানেয়ল ২-১ গোলে মায়োর্কাকে পরাজিত করেছে। রায়ো ভায়োকানো একই ব্যবধানে রিয়াল ভায়াদোলিদকে পরাজিত করেছে।