loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ বিষয়ে ঢাবি’র জরুরি নির্দেশনা জারি

  • যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু

  • ড্যাফোডিল কম্পিউটার্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

  • বিপিএল টি-২০: টিকিট কেনা যাবে অনলাইনে ও ব্যাংকে

  • চবি স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত

নারী টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত


নারী টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের কাছে পরাজয় দিয়ে। টুর্নামেন্টে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় খুব করেই প্রয়োজন ছিল দলটির। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আরাধ্য সেই জয়টা পেয়ে গেল ভারত। তাঁরা ছয় উইকেটে জিতে নকআউটের দৌড়ে টিকে রইলো।

পাকিস্তানকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) ব্যাটিং দুর্দশাতেই ম্যাচ হারতে হয়েছে। দলটি টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেটে ১০৫ রান তুলতে সমর্থ হয়। অরুন্ধতী রেড্ডির গতি আর শ্রেয়াঙ্কা পাতিলের ঘূর্ণির কোনো জবাব ছিল-না পাকিস্তানের কাছে। অরুন্ধতী তিন আর শ্রেয়াঙ্কা দুই উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে দেন।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান এসেছে নিদা দারের ব্যাটে। বাকি ব্যাটারদের কেউ ২০-এর ঘরও ছুঁতে পারেননি।

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই কক্ষপথে ছিল। ৩২ রান করেন ওপেনার শেফালী ভার্মা। তারকা ওপেনার স্মৃতি মান্ধানা (৭) অবশ্য এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

তবে তিনে নামা জেমিমা রদ্রিগেজের ২৩ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌরের ২৯ রানের ইনিংস দুটিতে জয়ের পথে এগিয়ে যায় ভারত। দলটি শেষ পর্যন্ত সাত বল আর ছয় উইকেট হাতে রেখে এবারের টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পায়।

পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা দুটি উইকেট তুলে নিলেও পর্যাপ্ত পুঁজি না-থাকায় সেটি কাজে আসেনি।

Loading...