বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০’র একাদশ আসর শুরু হবে সোমবার (৩০ ডিসেম্বর)। এবারের বিপিএল-এর প্রথম পর্ব হবে ঢাকার মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সিলেট হয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিপিএল-এর ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম দফায় রোববার টিকিটের মূল্য প্রকাশ করেছে। এবার স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,০০০ টাকা দামের টিকিট রাখা হয়েছে। টিকিট কেনা যাবে অনলাইনে এবং ব্যাংকের মাধ্যমে।
মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে।
অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে।
ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখায় টিকিট বিক্রি হবে। শাখাগুলো হলো – মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।
টিকেটের মূল্য: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১. গ্র্যান্ড স্ট্যান্ড (নিচে): ২,০০০ টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড (উপরে): ২,০০০ টাকা
৩. আন্তর্জাতিক গ্যালারি উত্তর (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা
৪. আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা
৫. আন্তর্জাতিক লাউঞ্জ দক্ষিণ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা
৬. ক্লাব হাউজ দক্ষিণ (শহীদ মুশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা
৭. ক্লাব হাউজ উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা
৮. দক্ষিণ গ্যালারি: ৩০০ টাকা
৯. উত্তর গ্যালারি: ৩০০ টাকা
১০. পূর্ব গ্যালারি: ২০০ টাকা
১১. ক্লাব হাউজ দক্ষিণ (শহীদ মুশতাক স্ট্যান্ডের 'বর্জ্যশূন্য জোন'): ৬০০ টাকা (৩০০টি নির্দিষ্ট টিকেট)।