সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স: ২০ ওভারে ২০৩-৪ (বোসিস্টো ৭৫*, মাহিদুল ৫৯*, নাঈম ২৬; আলিস ২-১৭, খালেদ ২-৪৫)
চিটাগং কিংস: ১৮.৫ ওভারে ১৬৬ (শামীম ৭৮, উসমান ১৮, খালেদ ১৪; আবু হায়দার ৪-৪৪, নেওয়াজ ২-১৩)
ফলাফল: খুলনা টাইগার্স ৩৭ রানে জয়ী
ম্যাচ-সেরা: মাহিদুল ইসলাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় দিনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনা টাইগার্স ৩৭ রানে চিটাগং কিংসকে পরাজিত করেছে। এদিন খুলনা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২০৩ রান করে। জবাবে, চিটাগং কিংস ১৮.৫ ওভারে ১৬৬ রান করতে পেরেছে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং লক্ষ্য তাড়ায় নেমে ৭৫ রানে আট উইকেট হারিয়ে ফেলে। এরপর দলটির আশা টিকে ছিল শুধুমাত্র শামিম হোসেনের ব্যাটিংয়ে। তিনি দুর্দান্ত ব্যাট করে মাত্র ৩৮ বলে খেলেছেন ৭৮ রানের ইনিংস। এই ব্যাটার সাতটি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন। তাঁর বিদায়ের পরে ম্যাচটি খুব বেশি সময় চলেনি।
এদিন ব্যাটিংয়ে নামতে দেরি করায় চিটাগংয়ের টম ও’কনেলকে ‘টাইমড আউট’ দেন আম্পায়ার। ও’কনেলের বিরুদ্ধে আবেদনটা খুলনার অধিনায়ক মিরাজই করেছিলেন। তিনি শেষ পর্যন্ত নিজের মত পরিবর্তন করে ও’কনেলকে ফিরিয়ে আনেন। সেই ও’কনেল আউট হন প্রথম বলেই; তা-ও মিরাজকে ক্যাচ দিয়েই।
পাঁচ মিনিটের সেই ঘটনা যখন ঘটে, তখন ৫৬ রান তুলতেই ছয় উইকেট নেই চিটাগংয়ের। সেটা ৭৫-৮ হয়ে যায় কিছুক্ষণ পরই। মনে হচ্ছিলো, চিটাগং ১০০ রানও করতে পারবে-না। যাহােক, এরপর শামিমের লড়াইয়ে মান বাঁচলেও বহুদিন পরে বিপিএল-এ ফেরা ফ্র্যাঞ্চাইজিটি আসরে নিজেদের প্রথম ম্যাচে ৩৭ রানে পরাজিত হলো।
বাংলাদেশ পুরুষ দল বিশ্বক্রিকেট ইতিহাসে প্রথম ‘টাইমড আউট’-এর সাক্ষী। টাইগাররা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে শ্রীলংকার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ক্রিজে আসতে দেরি করায় তাঁকে ‘টাইমড আউট’ করেছিল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সতীর্থদের সাথে আলোচনার পরে ম্যাথুজকে আউটের আবেদন করেন। আম্পায়াররা নিয়ম অনুযায়ী বাংলাদেশের ‘টাইমড আউট’-এর আবেদনে সাড়া দেন।
ম্যাথুজকে ‘টাইমড আউট’-এর পর অলোচনায় মেতে উঠে বিশ্বক্রিকেট।
নিয়মানুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পরে নতুন ব্যাটারকে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে দুই মিনিটের মধ্যে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৯০ সেকেন্ডের মধ্যে ক্রিজে আসতে হয়।
চিটাগং কিংসের ইনিংসের সপ্তম ওভারে হায়দার আলী আউট হলে পরের ব্যাটার ইংল্যান্ডের টম ও’কনেল ক্রিজে আসতে ৯০ সেকেন্ডের বেশি সময় নেন।