বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এর ফলে, ৬১০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বেপজা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১ জানুয়ারি) এ-তথ্য জানানো হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজা’র সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মনোয়ার হোসেন চুক্তিটি স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠানটি ফোম, কার্টন, পলি, গাম টেপসহ বিভিন্ন ধরনের এক্সোসরিজ পণ্য তৈরি করবে। এছাড়া তাঁদের ফোম ও ফ্রেব্রিক ল্যামিনেশন, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি সক্ষমতাও রয়েছে।
বেপজা’র নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় ইপিএল এক্সেসরিজ লিমিটেডকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা’র সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং ইপিএল এক্সেসরিজ লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।