ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৭৭ জন হয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে রোববার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ-খবর জানায়।
দমকল বিভাগের কর্মকর্তারা বলেছেন, বিমানে থাকা ১৮১ জনের মধ্যে খুব কম যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।
দমকল বিভাগ এক বিবৃতিতে বলেছে , এখন পর্যন্ত দু’জনকে উদ্ধার করা হয়েছে; তাঁরা দু’জনই ফ্লাইট অ্যাটেনডেন্ট।