loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ বিষয়ে ঢাবি’র জরুরি নির্দেশনা জারি

  • যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যু

  • ড্যাফোডিল কম্পিউটার্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

  • বিপিএল টি-২০: টিকিট কেনা যাবে অনলাইনে ও ব্যাংকে

  • চবি স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত

শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল, জয় পেয়েছে আর্সেনাল ও সিটি


শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল, জয় পেয়েছে আর্সেনাল ও সিটি

লিভারপুল প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে শনিবার (৫ অক্টোবর) ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে পরাজিত করে। দিনের অপর ম্যাচে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে। ম্যানচেস্টার সিটি ৩-২ ব্যবধানে ফুলহ্যামকে হারিয়ে লিভারপুলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সাদাম্পটনকে ৩-১ গোলে হারানো আর্সেনালও সিটির সমান ১৭ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

আর্নে স্লটের অধীনে এনিয়ে লিভারপুল লিগের প্রথম ১০ ম্যাচের নয়টিতেই জয়ী হলো। নবম মিনিটে কোডি গাক্পোর ক্রস থেকে দিয়োগো জোতা লিভারপুলকে এগিয়ে দেন। এরপর পর্তুগীজ এই তারকা দুটি বড় সুযোগ নষ্ট করে লিভারপুলের লিড বাড়াতে ব্যর্থ হন। এই গোল আর পুরো ম্যাচে শোধ করতে পারেনি প্যালেস। কিন্তু ম্যাচ শেষের ১১ মিনিট আগে গোলরক্ষক এ্যালিসন বেকার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে লিভারপুলের জয় কিছুটা হলেও ম্লান হয়ে যায়।

ম্যাচ শেষে স্লট বলেছেন, ‘দ্বিতীয় গোল করতে পারলে মানসিকভাবে তাঁদের ভেঙে দেওয়া যেত। যদিও সব সমর্থকই এই ফলাফল মেনে নিয়েছে। তারপরও আমার কাছে মনে হয়, ম্যাচে যেহেতু আমরাই দাপট দেখিয়েছি – তাই ব্যবধানটা আরও বড় হওয়া উচিত ছিল।’

আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারানোর পরে আত্মবিশ্বাসী আর্সেনাল এদিন দারুণ ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিল। সাত ম্যাচে এখনো জয়বিহীন সাউদাম্পটন এমিরেটস স্টেডিয়ামে কিছু একটা করে দেখানোর লক্ষ্য স্থির করেছিল। সেইন্টস তারই ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ক্যামেরুন আর্চারের গোলে এগিয়ে যায়। গ্রীষ্মে অ্যাস্টন ভিলা থেকে আসার পর সাউদাম্পটনের জার্সিতে এটাই আর্চারের প্রথম গোল। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ঘরের মাঠে টানা সপ্তম গোলে কেই হাভার্টজ আর্সেনালকে সমতায় ফেরান। ৬০ মিনিটে মাঠে নামার আট মিনিটের মধ্যে গ্যাব্রিয়েল মার্টিনেলি বুকায়ো সাকার ক্রস থেকে গানার্সদের এগিয়ে দেন। প্রথম দুই গোলের যোগানদাতা সাকা ম্যাচ শেষের দুই মিনিট আগে নিজেই স্কোরশিটে নাম লিখিয়েছেন।

আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা সাকা প্রসঙ্গে বলেছেন, ‘তাঁর মধ্যে ম্যাচের গতি পরিবর্তনের ক্ষমতা আছে। শীর্ষে থাকতে হলে কিছু কিছু খেলোয়াড়কে সেই মুহূর্ত তৈরী করতে হয়। আজ সাকা সেটাই করে দেখিয়েছে।’

হাঁটুর গুরুতর ইনজুরির কারণে রড্রির মৌসুমের শেষ পর্যন্ত অনুপস্থিতি, সিটির টানা পঞ্চম লিগ শিরোপা জয়ে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু স্প্যানিয়ার্ড তারকার পরিবর্তে এদিন মাতেও কোভাচিচ হয়ে উঠেছিলেন সিটির ত্রাতা। তার দুই গোলেই ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ভাগ্য ঘুরে যায়।

রাউল জিমিনেজের অ্যাসিস্টে আন্দ্রেস পেরেইরা দুর্দান্ত ফিনিশিংয়ে ফুলহ্যামকে এগিয়ে দেন। সিটি বস পেপ গার্দিওলা বলেছেন, ‘কখনো কখনো আমি প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে পছন্দ করি। প্রথম গোলের পিছনে জিমিনেজের যে-অসাধারণ অবদান ছিল - তা ভোলার নয়।’

৩২ মিনিটে কোভাচিচের ডিফ্লেকটেড শটে সিটি সমতায় ফিরে। দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটেরও কম সময়ের মধ্যে কোভাচিচ দলের হয়ে দ্বিতীয় গোল করেন। ৮২ মিনিটে জেরেমি ডকু বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে সিটিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। ৮৮ মিনিটে রডরিগো মুনিজ ফুলহ্যামকে আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কটেজার্সদের বিরুদ্ধে টানা ১৭তম জয় নিশ্চিত করে সিটি মাঠ ছাড়ে।

প্রিমিয়ার লিগে নতুন খেলতে আসা ইপসউইচকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এবারের মৌসুমে ঘরের মাঠে টানা তৃতীয় পরাজয় থেকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড রেহাই পেয়েছে। এর মাধ্যমে নতুন বস হুলেন লোপেতেগির উপর চাপও কমেছে। হ্যামার্স-এর হয়ে গোল করেছেন মিখায়েল এন্টোনিও, মোহাম্মদ কুদুস, জেরোড বোয়েন ও লুকাস পাকেতা। ২২ বছরের মধ্যে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের অপেক্ষা আরো বাড়লো ইপসুইচের।

নিউক্যাসল ইউনাইটেড গুডিসন পার্কে এন্থনি গর্ডনের পেনাল্টি সেইভে এভারটনের সাথে গোলশূন্য ড্র করেছে। বিরতির আগে ছয় গোলের ম্যাচে বেন্টফোর্ড ৫-৩ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে পরাজিত করেছে।

Loading...