এ-বছর বাংলাদেশের ১১টি শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক সনদ (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে-সারসংক্ষেপ তৈরি করেছে, তাতে দেখা যায় – গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ। সেই হিসেবে এবার গড় পাসের হার কিছুটা কমেছে।
এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ৯২,৩৬৫ জন শিক্ষার্থী। সে-হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
দেশের ১১ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের ফল মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় একসাথে অনলাইন, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা হয়। এছাড়া আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ করে।