বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল আগেই সিরিজ জিতে নিয়েছিল; বাকি ছিল হোয়াইটওয়াশ। টাইগাররা এবার সেটাও করে দেখালো। লিটন দাসের দল ওয়েস্ট ইন্ডিজকে তাঁদেরই মাঠে হোয়াইটওয়াশ করলো। বাংলাদেশ দল শুক্রবার (২০ ডিসেম্বর) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে। এদিন টাইগাররা প্রথমে ব্যাট করে জাকের আলির ৭২ রানের সুবাদে ১৮৯ রানের বড় সংগ্রহ পায়। জবাবে, ওয়েস্ট ইন্ডিজ নেমে ১৬.৪ ওভারে অলআউট হয়।
ওয়েস্ট ইন্ডিজ দল টি-টোয়েন্টিতে বরাবরই বেশ শক্তিশালী। দেশটির এই ফরম্যাটে দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে। সারাবিশ্বেই ফ্র্যাঞ্চাইজি লিগে ক্যারিবীয় ক্রিকেটারদের দাপট। তবে বাংলাদেশ এবার তাঁদেরই ধবলধোলাই করলো। টাইগার তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিলো। আর তাতে কিছু রেকর্ডও গড়া হয়েছে বাংলাদেশের।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্যে দিয়ে টাইগাররা জয় পেয়েছে ৮০ রানের বড় ব্যবধানে, যা টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য কোনাে দেশের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
টাইগাররা এর আগে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে জিতেছিল। টেস্টখেলুড়ে কোনো দেশের বিপক্ষে সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এবার সেই রেকর্ডটিকেও ছাড়িয়ে গেলো লিটন দাসের দল।
ক্যারিবীয়দের বিপক্ষেও এটা সবচেয়ে বড় জয় বাংলাদেশের। টাইগাররা এর আগে মিরপুরে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৩৬ রানে। সেটাই এতদিন ছিল ক্যারিবীয়দের বিপক্ষে সবচেয়ে বড় জয়।
এছাড়াও আরেকটি রেকর্ড হয়েছে; টি-টোয়েন্টিতে বাংলাদেশ এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পেরেছে, সেটাও আবার তাঁদেরই মাটিতে। বাংলাদেশ এর আগে তিনবার ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি।