ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র প্রশাসক মোহাম্মদ এজাজ কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন। তিনি এই কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী এবং বর্জ্যবাহী গাড়ির চালকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং বর্জ্যবাহী পরিবহন চালকদের তিনি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে নিরাপদে আসন্ন কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেন। ডিএনসিসি প্রশাসক কোরবানির ঈদকে সামনে রেখে রোববার (১৮ মে) আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করে এসব নির্দেশনা প্রদান করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
ডিএনসিসি প্রশাসক এ-সময় আসন্ন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি লিচেট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং এ-সময় প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয় আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস. এম. শফিকুর রহমানকে নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন করছে – তা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণের নির্দেশ দেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কি-না এবং তা নদী বা জলাশয়ে পড়ছে কি-না – সে-বিষয়টি সরজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনোভাবেই নদীর পানির সঙ্গে না মেশে – সে-বিষয়ে বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন।
পরিবহন চালকদের পক্ষে পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভূইয়া চালকদের বিভিন্ন অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। ডিএনসিসি প্রশাসক সকল বিষয়ে আশু সমাধান ও আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সকল ধরনের সরঞ্জাম সরবরাহের আশ্বাস প্রদান করেন।
দুইটি ডাম্পিং স্টেশনের প্রবেশ পথ বেশি খাড়া হওয়ায় গাড়ি দুর্ঘটনা এড়াতে প্লাস্টিকের গ্রিড দিয়ে রাস্তা দ্রুত মেরামতের নির্দেশনা প্রদান করেন। বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত ডাম্পিং স্টেশনের রাস্তাগুলো জরুরিভিত্তিতে চওড়া করার নির্দেশ দেন।
আমিন বাজার ল্যান্ডফিলটি ২০১৭ সালে সম্পূর্ণভাবে বর্জ্য দ্বারা পরিপূর্ণ হওয়ায় এখনও কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় – ডিএনসিসি প্রশাসক সেই বিষয়টি পরিদর্শন করেন। এ-বছরের কোরবানির বর্জ্য ডাম্পিং করার জন্য একটি স্থান নির্ধারণ করেন। ডিএনসিসি প্রশাসক ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য স্থান নির্ধারণ করে দেন।
তিনি বলেন, ডাম্পিং স্টেশনে পরে থাকা অকেজো স্কেভেটরগুলোকে মেরামত করে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হবে।
এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস. এম. শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।