loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনদিনের লালন উৎসব সম্পন্ন


কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনদিনের লালন উৎসব সম্পন্ন

জেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার বুধবার (১৯ অক্টোবর) শেষ হয়েছে। লালন সাঁইয়ের আখড়া বাড়িতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজিত উৎসব সম্পন্ন হলো। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিভিন্ন কর্মসূচির মধ্যে এবার লালন একাডেমির উদ্যোগে আগত ফকির-বাউলদের ২৪ ঘন্টার সাধুসঙ্গ সুষ্ঠুভাবে শেষ করতে সন্ধ্যায় অধিবাস (সবজি খিচুড়ি), সকালে রাখাল সেবা (দই চিড়া), পূর্ণ সেবা দুপুরে সাদা ভাত, ডাল, মসলাবিহীন তরকারি ও ইলিশ মাছ দিয়ে আপ্যায়ন করা হয়েছে। উৎসবে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছিল।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবসের আয়োজন যাতে সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য জেলা প্রশাসন ও লালন একাডেমি থেকে সর্বোচ্চ সচেষ্ট ছিল। তিনি বলেন, লালন সাঁই বাংলার একটি ঐতিহ্য। আমাদের কৃষ্টি, সংস্কৃতিতে লালনের গান, বাণী মিশে আছে। তাই, তাঁর দর্শনকে নতুন প্রজন্মের মাঝে আরও ছড়িয়ে দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

Loading...