loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮

  • নাটোরে দেশের প্রথম জিআই পণ্য মেলা

  • বায়ার্নের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল

  • পিএসজিকে স্তব্ধ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

  • নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

গোল উদযাপন করতে গিয়ে ভূমিকম্প!


গোল উদযাপন করতে গিয়ে ভূমিকম্প!

নিজেদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ শিরোপাধারী জার্মানি। মেক্সিকানরা তাই স্পষ্টভাবেই আন্ডারডগ ছিল রবিবারের (১৭ জুন) খেলায়। কিন্তু সেই মেক্সিকোই এবারের বিশ্বকাপের প্রথম বড় ধরনের চমক উপহার দিলো। হার্ভিং লোজানোর একমাত্র গোলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মেক্সিকো দুর্দান্তভাবে শুরু করেছে তাদের রাশিয়া ২০১৮ মিশন। আর লোজানোর গোলের পরে মেক্সিকানরা খুশিতে আত্মহারা হয়ে এমনভাবেই উদযাপন করেছে যে, তাঁদের দেশে ছোটখাটো একটা কৃত্রিম ভূমিকম্পই না-কি হয়ে গেছে!

তবে খেলার মাঠে নয়, মেক্সিকানরা ভূমিকম্প ঘটিয়েছে নিজেদের দেশেই। রাজধানীর মধ্যবর্তী অংশে বড় পর্দায় খেলা উপভোগ করেছেন অসংখ্য মেক্সিকান সমর্থক। ৩৫ মিনিটে লোজানোর গোলের পর উল্লসিত ভক্ত-সমর্থকদের উদযাপনের মাত্রা এতটাই বেশি ছিল যে, তাতে ভূমিকম্পই ঘটে গেছে! দেশটির ভূতত্ত্ব ও পরিবেশ বিভাগ বলেছে, লোজানোর গোলের সাত সেকেন্ড পরে রাজধানীতে অন্তত দুইটি উচ্চমাত্রার সংবেদনশীল ভূমিকম্প সেন্সরে ছোটমাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। এটি প্রাকৃতিক ভূমিকম্প নয় - গোল উদযাপন করার সময় সমর্থদের লাফালাফিতেই না-কি এই কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি।

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত খেলে ছিনিয়ে আনা এই জয়ে ভীষণ উল্লসিত মেক্সিকান সমর্থকেরা। বান্ধবী ও ছেলেকে নিয়ে বাবা দিবসে নিজ দলের খেলা দেখতে আসা পুলিডো যেমন বলছেন, ‘‘আমি ভীষণ খুশি। একদিন দুটো উপহার পেয়ে গেলাম। মেক্সিকোও জিতলো, আবার বাবা দিবসে ছেলের সাথে উদযাপন করার সুযোগও পেয়ে গেলাম।’’

গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্টের পরে ২০১৮ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়াকেও এখন খুবই সম্ভব বলে মনে করছেন মেক্সিকান সমর্থকেরা। গত ছয়টি বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে মেক্সিকান ফুটবল দলকে। এবার সেই অবস্থা উৎরে শেষ ষোলোতে খেলার স্বপ্নে বিভোর দেশটির ফুটবলপ্রেমীরা।

গ্রুপ ‘এফ’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার রোস্টভ-অন-ডন-এ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। ওই ম্যাচে জিতলে নক আউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে ২০২৬ সালে সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া দেশটি।

- সূত্র: সংবাদ সংস্থা

Loading...