loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

ফ্রান্সকে চমকে দিলেও নকআউটে উঠতে পারলো না তিউনিশিয়া


ফ্রান্সকে চমকে দিলেও নকআউটে উঠতে পারলো না তিউনিশিয়া

কাতার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলোয় উঠে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে, বুধবার (৩০ নভেম্বর) নিয়ম রক্ষার ম্যাচে তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছেন কিলিয়ান এমবাপে-আঁতোয়ান গ্রিজম্যানরা।

অবশ্য, গ্রুপের অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়া ১-০ গোলে জয়লাভ করায় এই পরাজয়ে পরেও গ্রুপ-সেরা হিসেবে শেষ ষোলোতে উন্নীত হয়েছে দিদিয়ের দেশমের দলটি।

অন্যদিকে, নক আউট পর্বে উঠতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না তিউনিশিয়ার। যাহােক, ম্যাচ জিতেও সেই পর্বে খেলার সুযোগ হলো না আফ্রিকার দেশটির। গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্ককে হারানো অস্ট্রেলিয়া গ্রুপ রানারআপ হিসেবে নিশ্চিত করেছে শেষ ষোলো।

এদিন তিউনিশিয়ার ওয়াহবি খাজরি জয়সূচক একমাত্র গোলটি করেছেন। ম্যাচের ৫৮ মিনিটে মধ্যমাঠে আইসা লেইডুনির কাছ থেকে বল পেয়ে দ্রুত গতিতে ফরাসি সীমানায় ঢুকে পড়েন তিনি। এ-সময় তাঁকে প্রতিহত করতে আসা ফ্রান্সের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে তাঁদের মাঝখান দিয়েই প্লেসিং শটে গোল করেন তিনি (১-০)। এরপরে কিছুটা আহত মনে হয়েছে তাঁকে। ফলে, গোলের পরপরই মাঠ ছাড়েন তিউনিশিয় আইকন।

গোল হজমের পরে কিলিয়ান এমবাপেকে বদলি হিসেবে মাঠে নামিয়ে দলের শক্তি বৃদ্ধি করেন কোচ দেশম। এতে, কিছুটা কোনঠাসা হয়ে পড়ে তিউনিশিয়া। একের পর এক আক্রমণ চালালেও তাঁদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিউনিশিয়ার গোলরক্ষক আয়মেন ডাহমেন। এমবাপের অন্তত দুইটি শট ফিরিয়ে দেন তিনি।

আট মিনিটের ইনজুরি টাইমের শেষ মিনিটে তিউনিশিয়ার গোলপোস্টের সামনে সৃষ্ট জটলা থেকে আঁতোয়ান গ্রিজম্যান দুর্দান্ত এক শটে গোল করেন; মুহূর্তেই জেগে উঠে ফরাসি শিবির। অবশ্য, থামতেও সময় নেয়নি। ভিএআর-এর সহায়তায় দেখা যায়, অফসাইডে ছিলেন গ্রিজম্যান। ফলে, গোলটি বাতিল করেন কর্তব্যরত রেফারি। আর এতে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অপ্রত্যাশিত এক জয় পায় তিউনিশিয়া।

ফ্রান্সের পাশাপাশি গ্রুপ ডি’র রানার আপ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

Loading...