loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও


বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ-২০২৬ এর বাছাইপর্বে দারুণ ছন্দেই ছিল। তবে বর্তমান চ্যাম্পিয়ন দলটির গত দুই ম্যাচ একেবারেই ভালো যায়নি। টানা ১২ ম্যাচ জেতা দলটি গত মাসে হেরে বসে কলম্বিয়ার কাছে। লিওনেল স্কালোনির শিষ্যরা এর এক মাস পরে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও জয়ের দেখা পায়নি। যাহােক, টানা দুই ম্যাচের হতাশা কাটিয়ে দলটি ঘুরে দাঁড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নের মতোই।

আলবিসেলেস্তে বুয়েনোস এইরেস-এ মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে বলিভিয়াকে ৬-০ গোলে পরাজিত করেছে, যেখানে লিওনেল মেসি হ্যাটট্রিক করেছেন। মেসির হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল পেয়েছেন – জুলিয়ান আলভারেজ, আলমাদা ও লাউতারো মার্টিনেজ।

ছয় গোলের এই জয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করলো। ১০ ম্যাচে তাঁদের পয়েন্ট ২২।

বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলও এদিন বড় জয় পেয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি ব্রাসিলিয়ায় পেরুকে ৪-০ গোলে পরাজিত করেছে। রাফিনিয়া ৩৮ ও ৫৪ মিনিটে স্পট কিক থেকে দুই গোল করেন। বাকি দুই গোল এসেছে – আন্দ্রেস পেরেইরা (৭১) ও লুইস হেনরিকের (৭৪) কাছ থেকে।

সেলেসাও বাছাইপর্বের গত ম্যাচে চিলির বিপক্ষে ৮৯ মিনিটে করা গোলে জিতেছিল। এবার অবশ্য তাঁদের জয় পেতে কষ্ট হয়নি। টানা দুই ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান সুসংহত হলো।

Loading...