loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

নেশন্স লিগের কোয়ার্টারে জার্মানি, জয় পেয়েছে ফ্রান্স ও ইতালি


নেশন্স লিগের কোয়ার্টারে জার্মানি, জয় পেয়েছে ফ্রান্স ও ইতালি

জার্মানি পুরোনো প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসকে ১-০ গোলে পরাজিত করে ইউয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে। সোমবার (১৪ অক্টোবর) দিনের অপর ম্যাচে ফ্রান্স ২-১ ব্যবধানে বেলজিয়ামকে ও ইতালি ৪-১ গোলে ইসরায়েলকে বিধ্বস্ত করেছে। জেমি লেওয়েলিং মিউনিখে ৬৪ মিনিটে জার্মানির হয়ে অভিষেকে জয়সূচক গোলটি করেছেন। জার্মানি এই জয়ে লিগ-এ’র গ্রুপ-৩’র টেবিলে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো।

দুই দল গত ছয় বছরে এনিয়ে এই আটবার মুখোমুখি হয়েছে। ২৩ বছর বয়সী লেওয়েলিং এ-মাসেই জামাল মুসিয়ালার ইনজুরির সুবাদে জার্মান দলে ডাক পান। অনুশীলনে ক্লাব সতীর্থ ডেনিজ উনডাভ ইনজুরিতে পড়লে বদলি বেঞ্চ থেকে মূল দলে জায়গা করে নেন লেওয়েলিং। ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে স্বাগতিকদের এগিয়ে দিয়েছেন লেওয়েলিং; কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তিনি এরপর ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেন।

জার্মান অধিনায়ক জশুয়া কিমিচ ম্যাচ শেষে বলেছেন, ‘জেমির দুর্দান্ত অভিষেক হয়েছে। এটা শুধুমাত্র আলিয়াঁজ এরেনা বলে নয়, সে আসলেই ভালো খেলেছে।’

জার্মানি চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। দলটি এর ফলে আগামী মার্চে কোয়ার্টার-ফাইনালেও জায়গা করে নিয়েছে। নিষেধাজ্ঞায় থাকা ভার্জিল ফন ডাইককে ছাড়াই মাঠে নামা নেদারল্যান্ডস হাঙ্গেরির সাথে সমান পাঁচ পয়েন্ট অর্জন করেছে।

হাঙ্গেরি মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে বসনিয়া‌ অ্যান্ড হার্জেগোভেনিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে। অধিনায়ক ও লিভারপুল তারকা ডোমিনিক সোবোজলাই ৩৮ মিনিটে দলকে এগিয়ে দেন। তিনি ৫০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন।

ইতালি ঘরের মাঠ উদিনেসে ইসারায়েলকে ৪-১ গোলে পরাজিত করে গ্রুপ-এ২’র শীর্ষস্থান ধরে রেখেছে। মাতেও রেটেগুই ৪১ মিনিটে স্পট কিক থেকে প্রথম গোল করেন। অধিনায়ক জিওভান্নি ডি লোরেঞ্জো ৫৪ ও ৭৯ মিনিটে দুই গোল করেন। ইতালির হয়ে স্কোরশিটে আরও নাম লিখিয়েছেন ডেভিড ফ্রাত্তেসি। ইসায়েলের হয়ে এক গোল পরিশোধ করেন মোহাম্মদ আবু ফানি।

ফ্রান্স কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে রান্ডাল কোলো মুয়ানির দুই গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। কোলো মুয়ানি ব্রাসেলসের কিং বাদুইন স্টেডিয়ামে ৩৫ মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের স্টপেজ টাইমে লোয়িস ওপেন্ডা বেলজিয়ামকে সমতায় ফেরান। ৬২ মিনিটে কোলো মুয়ানির আরও এক গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।

এদিন ফ্রান্সের অরেলিয়ে চুয়োমনিকে লালকার্ড দেখতে হয়েছে।

Loading...