loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ দল কাঠমান্ডু পৌঁছেছে


সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ দল কাঠমান্ডু পৌঁছেছে

২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় দল সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে। বাংলাদেশ দল এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে সকাল ১০.৩০ মিনিটে রওয়ানা দিয়ে স্থানীয় সময় ১১.৩০ মিনিটে নেপালে পৌঁছায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গণমাধ্যমকে এ-তথ্য নিশ্চিত করেছে। নেপাল ফুটবল এসোসিয়েশন বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানায়।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের খেলোয়াড়রা আত্মবিশ্বাস নিয়ে নেপালে গিয়েছে। নেপালের আবহাওয়া এখন বেশ স্বাভাবিক রয়েছে। এদিন বাংলাদেশ দল মাঠে অনুশীলন করেনি। হোটেলে সুইমিং পুলে হালকা রিকভারি সেশনের কথা রয়েছে।

সাবিনা খাতুনরা আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করবে। এই গ্রুপে আরও রয়েছে – শক্তিশালী ভারত। দলটি ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে সাবিনা-কৃষ্ণা-সুমাইয়াদের প্রতিপক্ষ।

দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে ২৭ অক্টোবর দুই সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।

আসরের সবগুলো ম্যাচ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হবে।

বাংলাদেশ দল
রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন নীলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, স্বপ্না রানি, মাতসুশিমা সুমাইয়া, সান্জিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রাণী সরকার, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার, মোসাম্মৎ সাগরিকা।

Loading...