loader image for Bangladeshinfo

শিরোনাম

  • চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি জিতলো আত্মঘাতী গোলে

  • ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতোরে স্কিলাচির আর নেই

  • চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে জাগ্রেবকে হারিয়েছে বায়ার্ন

  • কৃষি গবেষণা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাত উদ্যোগ

  • ডিআইআইটি শিক্ষার্থী’র উদ্ভাবন অত্যাধুনিক অ্যাপ ‘বাজারদর’

অবসরের আগে মেসির সাথে একদলে খেলতে চান লেভা


অবসরের আগে মেসির সাথে একদলে খেলতে চান লেভা

ফুটবল ক্লাব বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোস্কি লিওনেল মেসির অবসরের আগে অন্তত একবার তাঁর সাথে একই দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, আগামী মৌসুমে পিএসজি সুপারস্টার মেসির বার্সেলোনায় ফিরে আসার জোর গুঞ্জনও রয়েছে।

লেভান্ডোস্কি এই গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দেন। ইতোমধ্যে ক্যাম্প নিউতে সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন এই পোলিশ তারকা।

লা লিগায় বার্সেলোনা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

৩৪ বছর বয়সী লেভান্ডোস্কির সাথে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বার্সেলোনার চুক্তি রয়েছে। এর সাথে, আরও এক বছরের চুক্তি বৃদ্ধির শর্ত রয়েছে; যার অর্থ হলো – আরও কয়েক বছর ক্যাম্প নিউতেই থাকবেন এই ফরোয়ার্ড। সম্প্রতি লেভান্ডোস্কি জানিয়েছেন, তিনি মেসির সাথে ড্রেসিং রুম শেয়ার করতে চান।

পোল্যান্ড জাতীয় দলের এই অধিনায়ক বলেছেন, মেসি বর্তমানে প্লেমেকার হিসেবে দলে বেশি ভূমিকা পালন করছেন। যেকোনো স্ট্রাইকারেরই স্বপ্ন থাকে – এমন একজন খেলোয়াড়ের সাথে এক দলে খেলার। লেভান্ডোস্কি বলেন, ‘এটা (একই দলে খেলা) আমার উপর নির্ভরশীল নয়। এই মুহূর্তে সে প্লেমেকার হিসেবেই বেশি অবদান রাখছে। এজন্য হয়তো সে গোল বেশি পাচ্ছে না। সতীর্থদের বেশি পাস দিচ্ছে, তাঁদের নিয়ে গোল করাচ্ছে ঠিকই, আবার নিজেও গোল করছে। তাঁর সাথে খেলার স্বপ্ন যেকোনো স্ট্রাইকারেরই আছে।’

করোনার কারণে গত বছর বার্সেলোনা আর্থিক ক্ষতির মুখে পড়লে মেসির সাথে আর চুক্তি বৃদ্ধি করেনি। ফলে, মেসি প্যারিসে পাড়ি জমান। চলতি মৌসুমের পরেই পিএসজি’র সাথে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। আর সে-কারণেই চারিদিকে জোর গুজব – আবারো বার্সেলোনায় ফিরছেন মেসি।

যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গেছে, ৩৫ বছর বয়সী মেসি মৌখিকভাবে আরও এক বছর পিএসজিতে থাকার কথা জানিয়েছেন। আর তাই, মেসির সাথে বার্সেলোনায় লেভান্ডোস্কির একসাথে খেলার স্বপ্ন আপাতত বাস্তবায়নের সম্ভাবনা কম।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে সহযোগিতা করায় মেসিই পাবেন আগামীবারের ব্যালন ডি’অর –  এমনটাই বিশ্বাস করেন লেভা। তিনি বলেন, একই ক্লাবে অনেক খেলোয়াড় থাকতে পারে – যাঁরা লিগ শিরোপা জয়ে ভূমিকা রাখে। কিন্তু, বিশ্বকাপ জয়ের পিছনে সাধারণত একজন খেলোয়াড়েরই মূল অবদান থাকে; সেটা মেসি আবারো প্রমাণ করেছেন। ব্যালন ডি’অর জয়ে তিনি সবদিক থেকেই এগিয়ে রয়েছেন। ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ জয়ে তাঁর অবদানই ছিল সর্বাগ্রে।

Loading...