loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

মনোনয়ন না পেলেও উপ-নির্বাচনে মাঠে থাকবেন মাহি


মনোনয়ন না পেলেও উপ-নির্বাচনে মাঠে থাকবেন মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী উপ-নির্বাচনে মনোনয়ন চেয়ে পাননি। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জিয়াউর রহমানকে মনোনয়ন দিয়েছে দলটি। রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

অবশ্য, মাহি মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত সহজেই মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে রোববার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে। তাঁকে অনেক-অনেক শুভ কামনা।

তিনি আরও বলেন, আমাদের দেশরত্ন, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে-ডিসিশন নেবেন, দলের সর্বোচ্চ ভালোর জন্য ডিসিশন নেবেন – এই বিশ্বাস তাঁর অনেক আগে থেকেই ছিল এবং এখনো আছে। প্রধানমন্ত্রী যাঁকে পছন্দ করেছেন – তিনিই চাঁপাইনবাবগঞ্জ-২ এর জন্য নিশ্চয়ই সবচেয়ে ভালো হবেন।

জিয়াউর রহমান ও নৌকা প্রতীকের পক্ষে মাঠে কাজ করবেন বলে মাহি উল্লেখ করেন। নৌকার জয়ের প্রত্যাশা রেখে মাহি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জিতবে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ এ আবারও নৌকার জয়জয়কার হবে। ওই এলাকার সবাইকে তিনি নৌকা প্রতীকের পক্ষে থাকার আহ্বান জানান।

আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনা অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘সবাই চলেন, আমরা একসাথে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি; এবং মাননীয় প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দেই।

‘সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

Loading...