loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

পরীমনির সঙ্গে থাকবেন না, জানালেন রাজ


পরীমনির সঙ্গে থাকবেন না, জানালেন রাজ

অভিনেতা শরিফুল রাজ ও পরীমনি এখন আলাদা বসবাস করছেন। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে নিজেদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের খবর দিচ্ছেন; আর কিছু গুরুতর অভিযোগও করেছেন। এ-সব বিষয়ে রাজ বরাবরই চুপচাপ ছিলেন। কিন্তু তিনি এবার বিচ্ছেদ ইসুতে মুখ খুললেন।

পরীমনির বিভিন্ন অভিযোগের জবাবে রাজ সোমবার (২ জানুয়ারি) গণমাধ্যমকে বলেছেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাবো না, বা থামাবো না। পরী এখন যা করছে, বা তার যা মন চায়, করুক। সে যা করছে, হয়তো সেই অধিকারও আছে তাঁর।

আত্মপক্ষ সমর্থন না করলে ভুল বোঝাবুঝির সুযোগ থেকে যায় কি-না, তা জানতে চাইলে রাজ বলেন, তিনি কোনো ভুল করেননি।

ফেইসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

অবশ্য, রাজ চুপ থাকতে চাইলেও পরীর সঙ্গে সম্পর্ক যে আর টিকছে না – সেটি এক প্রকার স্পষ্টই করেছেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগবে কি-না, এমন প্রশ্নের উত্তরে রাজ নেতিবাচক জবাব দিয়েছেন।

Loading...