loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

রাজ-পরীর সুখী পরিবারের ছবি প্রকাশিত


রাজ-পরীর সুখী পরিবারের ছবি প্রকাশিত

অভিনেতা শরীফুল রাজ ঘরের খবর কোনোভাবেই গণমাধ্যমে প্রকাশ করতে চান না। শুধু তাই নয়, একেবারে ঘরোয়া ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসুক – এটাও কোনোভাবেই প্রত্যাশা করেন না এই ঢালিউড তারকা। কয়েকদিন আগে এমনটাই জানিয়েছিলেন তিনি।

পরী মণি ও শরীফুল রাজ আলাদা হয়ে যাচ্ছেন – এমন খবর প্রকাশিত হয়েছিল বেশ কিছু পত্রিকায় ও অনলাইনে। অবশ্য, শেষ পর্যন্ত সেটা সত্য প্রমাণিত হয়নি। পরে জানা যায়, দু’জনে একসাথে রয়েছেন এবং ভালোই  আছেন। রাজ এবার সচিত্রই দেখালেন সেটা।

রাজ-পরীর একমাত্র সন্তান – শাহীম মুহাম্মদ রাজ্য। রাজ্যের জন্মের পঞ্চম মাসের শুরুতে এবার ভক্তরা দেখতে পেলো – এক সুখী পরিবারের ছবি। রাজ্য বুধবার (১১ জানুয়ারি) পাঁচ মাসে পা দিয়েছে। আর এ-উপলক্ষ্যেই দেখা গেছে ছবিটি। রাজ ফেইসবুকে দু’টি ছবি প্রকাশ করেছেন, যেখানে হাস্যোজ্জ্বল পরিবারকে দেখা যাচ্ছে এবং সেখানে রয়েছে পাঁচটি কেক ও তিনজনের হাসিমাখা মুখ।

রাজ লিখেছেন, “Happy 5 month of my dear Rajya”। সঙ্গে, একটি হৃদয়ের ইমোজি – যেটির নিচে লেখা Family; অর্থাৎ, ভালোবাসায় পরিপূর্ণ পরিবার – বোঝাতে চেয়েছেন রাজ।

নেটিজেন এবং রাজ-পরীভক্তরা ছবিটি বেশ পছন্দ করেছেন।

Loading...