loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বগুড়া-৬ আসনে রিপু, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সাত্তার ভূঁইয়া জয়ী


বগুড়া-৬ আসনে রিপু, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সাত্তার ভূঁইয়া জয়ী

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) রাগেবুল আহসান রিপু বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দকে পরাজিত করেছেন। বগুড়া-৪ আসনে আশরাফুল আলম, ওরফে হিরো আলম পরাজিত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক তাঁর সভা কক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বগুড়া-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী রিপু ৪৯,৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৯৭৫ সালের পরে এই প্রথম বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করলেন। তাঁর নিকটতম প্রার্থী আব্দুল মান্নান আকন্দ (স্বতন্ত্র) পেয়েছেন ২১,৮৬৪ ভোট। এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বগুড়া-৪ আসনে ১৪ দল মনোনীত প্রার্থী রেজাউল আলম তানসেন (মশাল) ২০,০৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলম পেয়েছেন ১৯,৫৭১ ভোট। এই আসনে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া জয়ী

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নি অফিসার মো. শাহগীর আলম এই ফলাফল ঘোষণা করেন।

স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া (কলারছড়ি) পেয়েছেন ৪৪,৯১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৯,৬৩৫ ভোট।

এছাড়া, আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি) পেয়েছেন ৩,২৬৯ ভোট এবং জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ১,৮১৮ ভোট।

Loading...