loader image for Bangladeshinfo

শিরোনাম

  • চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি জিতলো আত্মঘাতী গোলে

  • ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতোরে স্কিলাচির আর নেই

  • চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে জাগ্রেবকে হারিয়েছে বায়ার্ন

  • কৃষি গবেষণা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাত উদ্যোগ

  • ডিআইআইটি শিক্ষার্থী’র উদ্ভাবন অত্যাধুনিক অ্যাপ ‘বাজারদর’

পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ


পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

গোলসংখ্যা, আক্রমণ, প্রতি-আক্রমণ বিচারে প্রিন্স আবদেল্লাহ স্টেডিয়ামের শনিবারের (১১ ফেব্রুয়ারি) ফাইনালকে দর্শকদের গোল-তৃষ্ণা মেটানোর ম্যাচ বলা যায়। এদিন ৫-৩ গোলের জয়ে ক্লাব বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছে রিয়াল। অন্য কোনো ক্লাব তিনবারের বেশি এই শিরোপা জিততে পারেনি।

এদিন ভিনিসিয়ুস, করিম বেন্জেমা ও ফেদেরিকো ভালভের্দেকে নিয়ে গড়া কার্লো আনচেলত্তির আক্রমণভাগ গোল পেতে পারতো আরও। যাহোক, দুই গোল নিয়ে ভিনিসিয়ুস-ভালভের্দে ও এক গোল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বেন্জেমাকে।

সারাম্যাচে আক্রমণাত্নক খেলার চেষ্টা করলেও আল হিলালের দুই ফরোয়ার্ড মুসা মারেগা ও লুসিয়ানো ভিয়েত্তোর পাল্টা আক্রমণে অস্বস্তিতে ভুগেছে প্রতাপশালী রিয়াল। 

অবশ্য, প্রথম ২০ মিনিটে স্পেনের ক্লাবটির আক্রমণের জবাব ছিল না হিলালের রক্ষণভাগের কাছে। ১৩ মিনিটে ভালভের্দে ও বেন্জেমার বোঝাপড়া থেকে গোল করেন ভিনিসিয়ুস। রক্ষণভাগ ভেদ করে ভেতরে প্রবেশ করে পাস থেকে ফিনিশ করেন। পাঁচ মিনিট পরে ভালভার্দের ভলি থেকে করা গোলটি আল হিলালের দুইজন খেলোয়াড়ও ঠেকাতে পারেননি।

পরের মিনিটেই দারুণ এক প্রতি-আক্রমণ থেকে মুসা মারেগা গোল প্রায় পেয়েই গিয়েছিলেন; লক্ষ্যভ্রষ্ট শটের জন্য সেটি হয়নি।

২৬ মিনিটে এই মারেগাই সতীর্থের থ্রু পেয়ে রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিনকে ফাঁকি দিয়ে গোল করেন।

প্রথমার্ধে রিয়ালের পোস্টে দুটি আক্রমণ থেকে একটি গোলই পেয়েছে আল হিলাল। রিয়াল চারটি আক্রমণ থেকে করেছে দুই গোল।

বিরতির পরে ২-১ গোলে এগিয়ে থেকে নামা রিয়ালের জন্য অপেক্ষা ছিল – বেন্জেমা কখন গোল পাবেন। প্রথমার্ধেই ভালো একটি সুযোগ নষ্ট করেন এই ফরাসি ফরোয়ার্ড। তবে, ৫৪ মিনিটে আর ভুল হয়নি; ভিনিসিয়ুসের ক্রস থেকে গোল করেন তিনি। ক্লাব বিশ্বকাপ ফাইনালে এটি নিয়ে দুইটি গোল হলো বেন্জেমার। ২০১৭ সালেও গোল পেয়েছিলেন তিনি। 

চার মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করেন ভালভের্দে; এবার ডানি কার্বাহলের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে।

আল হিলালকে এই অবস্থা (৪-১) থেকেও ম্যাচে রাখার চেষ্টা করেছেন লুসিয়ানো ভিয়েত্তো। তিনি ৬৩ ও ৭৯ মিনিটে দুই গোল করেন। যাহোক, ৬৯ মিনিটে ভিনিসিয়ুস আরও একটি গোল করায় ম্যাচে আর ফেরা হয়নি আল হিলালের।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সেমিফাইনালের একাদশ থেকে দুটি পরিবর্তন এনে দল মাঠে নামিয়েছিলেন। রদ্রিগোর জায়গায় ফেরেন বেন্জেমা ও নাচোকে বসিয়ে কার্বাহলকে খেলানো হয়। ৬২ মিনিটে বেন্জেমার বদলি রদ্রিগো ও চুয়ামেনির বদলি হিসেবে দানি সেবায়োস নামেন। ৭০ মিনিটের পরে টনি ক্রুস ও লুকা মদ্রিচকেও তুলে নেন আনচেলত্তি। নাচো ও মার্কো আসেন্সিও বদলি হিসেবে নামেন।

আল হিলাল সৌদি আরবের প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।

Loading...