loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

গ্র্যাজুয়েট হলেন সাকিব ও সাবিলা নূর


গ্র্যাজুয়েট হলেন সাকিব ও সাবিলা নূর

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) করেছেন। রোববার (১৯ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তন থেকে সনদপত্র গ্রহণ করেন তিনি। এআইইউবি’র সমাবর্তন অনুষ্ঠানে সাকিবের হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীতে এআইইউবি’র ক্যাম্পাসে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় এই সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সম্মতিক্রমে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।

সাকিব আল হাসানের বিশাল সব অর্জনের মধ্যেও একটি ক্ষেত্রে তিনি পরিপূর্ণ ছিলেন না। অবশেষে পূর্ণ হলেন, পূরণ হলো তাঁর দীর্ঘদিনের এক স্বপ্ন। হ্যাঁ, ক্রিকেটার সাকিব এখন গ্র্যাজুয়েট। বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেছেন তিনি। এআইইউবি’র ২১তম সমাবর্তনে রোববার (১৯ মার্চ) তাঁর হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে পাঠ্যবহির্ভূত কার্যক্রমের জন্য তাঁর গলায় ড. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক তুলে দেন শিক্ষামন্ত্রী।

ঢাকায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবর্তনে চার সহস্রাধিক শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। সাকিব ছাড়াও এবারের সমাবর্তনে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদ উল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও কামরুল ইসলাম রাব্বি এবং অভিনেত্রী সাবিলা নূর ডিগ্রি গ্রহণ করেছেন।

সনদ গ্রহণের পরে সমাবর্তন মঞ্চে বক্তব্য দেন সাকিব। তিনি বলেন, “সবাইকে দেখে খুব ভালো লাগছে। আমি শিওর, আপনাদের লাইফ সামনের দিকে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলতে চাই, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন এবং স্বপ্নকে একটা টার্গেট করে অনেস্টলি কাজ করবেন, আমি শিওর, আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে এবং আমরা সবাই মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।”

সাকিব স্নাতক ডিগ্রি পেয়ে তাঁর স্বপ্ন পূরণ হওয়ার কথা জানিয়ে বলেন, “আমি যখন ২০০৯ সালে, তখন আমার ন্যাশনাল টিমে ক্রিকেট খেলার তিন বছর হয়ে গেছে, তখন আম্মা যখন ফোন করতো, ফার্স্ট কথাই জিজ্ঞেস করতো – ‘পড়াশোনার কি অবস্থা?’ ... সো, আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং প্রাউড যে, ফাইনালি আমার এই স্বপ্নটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে আমার; বাট, এটা সব সময় আমার স্বপ্ন ছিল।”

এজন্য এআইইউবি’র শিক্ষকদের ধন্যবাদ জানান সাকিব। বলেন, “আমি নাদিয়া আপুকে ধন্যবাদ জানাবো স্পেশালি। কারণ, সারাক্ষণ তাঁর পুশের কারণে আমি এটা কমপ্লিট করতে পেরেছি। থ্যাংক ইউ নাদিয়া আপু। আমার সকল কোর্স টিচারদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাই; তাঁদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। এআইইউবিকে ধন্যবাদ দিতে চাই; তাঁরা যেভাবে সাপোর্ট করেছে। শুধু আমাকেই না, আমাদের ক্রিকেট টিমের অনেকেই এখানে পড়াশোনা করেছে। তাঁদেরকে যেভাবে সাপোর্ট করেছে, তার জন্য এআইইউবিকে অসংখ্য ধন্যবাদ।”

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্ট্রির সদস্য, ডিন, ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দ , বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি প্রতিনিধি, বিদেশি অতিথি, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন।

Loading...