loader image for Bangladeshinfo

শিরোনাম

  • রদ্রিগোর দুই গোলে সেভিয়াকে পরাজিত করেছে রিয়াল

  • ডর্টমুন্ডকে হতাশ করে বায়ার্নের টানা একাদশ শিরোপা

  • মেসির রেকর্ডের রাতে পিএসজি’র শিরোপা জয়

  • এফবিসিসিআই বঙ্গবাজারের ব্যবসায়ীদের এক কোটি টাকা দিয়েছে

  • জায়েদা খাতুন গাজীপুর সিটি মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত

ইন্ডিয়ান ওয়েল্সজয়ী রাইবাকিনার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা উন্নতি


ইন্ডিয়ান ওয়েল্সজয়ী রাইবাকিনার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা উন্নতি

উইম্বলডন বিজয়ী এলিনা রাইবাকিনা ঐতিহ্যবাহী মাস্টার্স টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েল্স জয়ের মাধ্যমে তিন ধাপ উন্নতি হয়ে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা সপ্তম স্থানে উঠে এসেছেন।কাজাকাস্তানের এই তারকা রোববার (১৯ মার্চ) ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করে ইন্ডিয়ান ওয়েল্সে শিরোপা জিতেছেন। একইসাথে এক মধুর প্রতিশোধও নেওয়া হয়ে গেছে তাঁর। বেলারুশিয়ান সাবালেঙ্কার কাছেই জানুয়ারিতে মেলবোর্নের ফাইনালে হেরে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করা হয়নি রাইবাকিনার।

এটিপি ও ডব্লিউটিএ গত বছর উইম্বলডনে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করায় খেলোয়াড়দের র‌্যাঙ্কিং পয়েন্ট বাতিল করেছিল। সেটা না হলে রাইবাকিনার রেটিং পয়েন্ট আরও বাড়তে পারতো।

ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে ইগা সোয়াইটেক যথারীতি বেশ খানিকটা এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। যদিও, তাঁর টানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান ওয়েল্সের শিরোপা-স্বপ্ন ভেঙে যায় রাইবাকিনার কাছে সেমিফাইনালে পরাজিত হয়ে।

ডব্লিউটিএ শীর্ষ ১০ র‌্যাঙ্কিং:

১. ইগা সোয়াইটেক (পোল্যান্ড)            ৯,৯৭৫ রেটিং পয়েন্ট
২. আরিনা সাবালেঙ্কা                           ৬,৭৪০
৩. জেসিকা পেগুলা (যুক্তরাষ্ট্র)             ৫,৬০৫
৪. ক্যারোলিন গার্সিয়া (ফ্রান্স)               ৪,৯৯০
৫. ওনস জাবেয়ার (তিউনিশিয়া)          ৪,৯৭৬
৬. কোকো গওফ (যুক্তরাষ্ট্র)                 ৪,৪০১
৭. এলিনা রাইবাকিনা (কাজাখাস্তান)    ৩,৭২০
৮. ডারিয়া কাসাটকিনা                         ৩,৩৭৫
৯. বেলিন্ডা বেনসিচ (সুইটজাল্যান্ড)     ৩,৩৬০
১০. মারিয়া সাক্কারি (গ্রিস)                     ৩,১৯১

Loading...