loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান


আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়ালো। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ছয় ও সাত উইকেটে হেরেছিল দলটি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার (২৭ মার্চ) আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে লজ্জা থেকে বাঁচলো তাঁরা। পক্ষান্তরে, প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে কোনো ফরম্যাটের দ্বিপক্ষীয় সিরিজ জয়ের নজির গড়লো আফগানিস্তান।

এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয় আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২৮ রানে দুই উইকেট হারিয়ে বসে দলটি। মিডল-অর্ডার ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সাথে ওপেনার সাইম আইয়ুবের ৪৯ রানের ইনিংসে ২০ ওভারে সাত উইকেটে ১৮২ রান করতে পেরেছে পাকিস্তান। 

৪০ বল খেলে চারটি চার ও দুইটি ছক্কা মারেন আইয়ুব। মিডল-অর্ডারে আব্দুল্লাহ শফিক ১৩ বলে ২৩, ইফতেখার আহমেদ ২৫ বলে ৩১ ও অধিনায়ক শাদাব খান ১৭ বলে ২৮ রান করেন। 

আফগানিস্তানের মুজিব উর রহমান দুই উইকেট শিকার করেন।

১৮৩ রানের জবাবে আফগানিস্তান ব্যাটাররা প্রতিপক্ষের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ২১ রান করেছেন দশ নম্বরে নামা আজতুল্লাহ ওমারজাই। এছাড়া, ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৮, মোহাম্মদ নবি ১৭ ও অধিনায়ক রশিদ খান ১৬ রান করেছেন।

পাকিস্তানের ইহসানউল্লাহ ও শাদাব তিনটি করে উইকেট শিকার করেন।

ম্যাচ-সেরা হয়েছেন শাদাব খান। সিরিজ-সেরা মোহাম্মদ নবি।

 এই সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির মতো তারকারা খেলেননি।

Loading...