loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

লিটন-সাকিবের দিনে আরও যত রেকর্ড বাংলাদেশের


লিটন-সাকিবের দিনে আরও যত রেকর্ড বাংলাদেশের

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন। তিনি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৯ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে চার ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন। এর ফলে, সাকিব নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে সরিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটধারী হলেন। সাকিবের উইকেট এখন ১১৪ ম্যাচে ১৩৬টি। সাউদির রয়েছে ১৩৪ উইকেট, ১০৭ ম্যাচে । আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান ৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

সাকিব আল হাসান এদিন বোলিং শুরু করেছিলেন টিম সাউদির চেয়ে তিন উইকেট পিছিয়ে থেকে। দুই ওভারের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে তৃতীয় ওভারে চতুর্থটিও তুলে নেন। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

এর আগেও একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন সাকিব। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট টপকে যান তিনি। এক বছর পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১২২ উইকেট ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের সাউদি।

আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার বল হাতে নেওয়ার আগে সাকিব অবস্থান করছিলেন ১৩১ উইকেটে; সাউদির ১৩৪। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই লোরকান টাকারকে তুলে নেন সাকিব। পরের ওভারের প্রথম বলে বোল্ড করেন রস অ্যাডাইরকে। একই ওভারের শেষ বলে গ্যারেথ ডিলানিকে লিটন দাসের ক্যাচ বানিয়ে নেন তৃতীয় উইকেট, যার মাধ্যমে উইকেট-সংখ্যায় সাউদির পাশে বসেন সাকিব।

এর পর এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যেতে আর বেশি বল প্রয়োজন হয়নি। ব্যক্তিগত তৃতীয় ওভারের তৃতীয় বলে সাকিবের স্টাম্প সোজা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জর্জ ডক্রেল। আম্পায়ার আউট দিলেও রিভিউ চেয়ে বসেন তিনি। তৃতীয় আম্পায়ার আউট নিশ্চিত করতেই টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের একক মালিক হয়ে যান সাকিব।

পরে, হ্যারি টেক্টরকে আউট করে ম্যাচে পাঁচ উইকেটও পূর্ণ করেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার।

এবং আরও কিছু...

দ্রুততম অর্ধশত লিটন দাসের

এদিন ১৮ বলে অর্ধশত রান করেছেন লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের দ্রুততম ফিফটি। লিটন ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের ১৫ বছরের পুরোনো রেকর্ড।

৮৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন দাসের সর্বোচ্চ ইনিংস। আগেরটি সর্বোচ্চ ৭৩; এ মাসেই ইংল্যান্ডের বিপক্ষে।

লিটন-রনির ১২৪ রানের জুটি –

• টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। আগের রেকর্ড – ১০২; ২০২১ সালে হারারেতে, মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের।

• টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ – ২০১২ সালে মিরপুরে; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর।

• জুটিতে ওভারপ্রতি রান উঠেছে ১৩.২৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৫০ ছাড়ানো জুটিতে সর্বোচ্চ। আগের রেকর্ড – ১৩.০৭; ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সৌম্য-তামিম এবং ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন-তামিম জুটির। দুইবারই জুটিতে রান ছিল ৬১।

৮৩
প্রথম ছয় ওভারে বাংলাদেশের রান। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভারে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৮১ রান ঠিক আগের ম্যাচেই।

৫০-১০০-১৫০-২০০
বাংলাদেশ ৩.৩ ওভারে ৫০, ৭.১ ওভারে ১০০, ১২.৪ ওভারে ১৫০ ও ১৬.৫ ওভারে ২০০ ছুঁয়েছে। সবগুলোই দলীয় নতুন রেকর্ড।

১১.৮৮
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওভারপ্রতি রান। টাইগাররা এর আগে ওভারপ্রতি সর্বোচ্চ ১১.৭৫ গড়ে রান করেছিল আয়ারল্যান্ডের বিপক্ষেই; ২০১৬ বিশ্বকাপে, আট ওভারে ৯৪।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম টানা পাঁচ ম্যাচ জিতলো বাংলাদেশ।

৭৭
এটি বাংলাদেশের জয়ের ব্যবধান। টি-টোয়েন্টিতে রানের হিসাবে বাংলাদেশ এর চেয়ে বড় ব্যবধানে জিতেছে মাত্র একবারই – ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে, ৮৪ রানে।

Loading...